ঢাকা ১১:২২ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পথ শিশু : মো. শরীফ উদ্দিন 

  • আপডেট সময় : ০৯:০৬:৪৮ পিএম, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
  • ৬৬৪
পথের শিশু দুঃখ নিয়ে
বস্তিতে বাস করে,
শিক্ষার আলো নাই এই ভবে
গরিব দুখীর ঘরে।
বস্তিবাসি গরিব বলে
দিও নাকো দীক্ষা,
আপন চোখে দেখে তাদের
নিতে বলো শিক্ষা।
শিক্ষা পেলে দীক্ষা যাবে
পাবে তারা কর্ম,
দু’দিনের এই দুনিয়াতে
বড়ো হলো ধর্ম।
গরিব দুখী পথের শিশু
পায় না তারা যত্ন ,
জ্ঞানের আলো পেলেই তবে
পাবে তারা রত্ম।
কাগজ কলম হাতে দিয়ে
শিক্ষা নিতে বলো,
গরিব দুখীর পাশে থেকে
আপন করে চলো।
ব্রাহ্মণবাড়িয়া

পথ শিশু : মো. শরীফ উদ্দিন 

আপডেট সময় : ০৯:০৬:৪৮ পিএম, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
পথের শিশু দুঃখ নিয়ে
বস্তিতে বাস করে,
শিক্ষার আলো নাই এই ভবে
গরিব দুখীর ঘরে।
বস্তিবাসি গরিব বলে
দিও নাকো দীক্ষা,
আপন চোখে দেখে তাদের
নিতে বলো শিক্ষা।
শিক্ষা পেলে দীক্ষা যাবে
পাবে তারা কর্ম,
দু’দিনের এই দুনিয়াতে
বড়ো হলো ধর্ম।
গরিব দুখী পথের শিশু
পায় না তারা যত্ন ,
জ্ঞানের আলো পেলেই তবে
পাবে তারা রত্ম।
কাগজ কলম হাতে দিয়ে
শিক্ষা নিতে বলো,
গরিব দুখীর পাশে থেকে
আপন করে চলো।
ব্রাহ্মণবাড়িয়া