ঘরকে খেয়ে পরকে করে সুহৃদ ক’জন আছে, অর্থে নহে কর্ম গুণে অমর হয়ে বাঁচে।
আত্ম তৃপ্তি আত্মার খোরাক খোঁজে তারা কর্মে, মিথ্যে শত্রু নেইতো লেখা তাদের জীবন ধর্মে।
ফুলের মত গন্ধ বিলায় সারা জীবন হেসে, ঘরের মানুষ দেয়না সম্মান একটু ভালো বেসে।