ঢাকা ১১:৩০ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জীবন সব সময়।। মাহবুর রহমান

  • আপডেট সময় : ১২:০১:১৪ এএম, সোমবার, ১১ মার্চ ২০২৪
  • ৭০৭

তুমি বিশ্বাস কর আর নাই কর
জীবন সব সময়
রৌদ্রোজ্জ্বল কিংবা রংধনুর মত
উজ্জ্বল নয়
এখানে গ্রীষ্মের মত গলা শুকিয়ে
যাওয়া যন্ত্রণা যেমন আছে
তেমনি আছে বর্ষার মত
মত কালো মেঘে জমা মন
সাথে সারাক্ষণ বৃষ্টির ঘনঘটা
শরতের শুভ্রতার মত হঠাৎ
বৃষ্টির স্বাধ আবার
হেমন্তের নিরবতা
শীতের শুক্রতা আছে
তেমন আছে বসন্তের মত
নতুন করে নতুন রুপে
জেগে উঠার আনন্দ

জানো ত জিবন সিনেমার মত
রোমান্টিক নয়
সব সময়
যে চাক চিক্যে থাকবে এটা তেমন বাধ্যতা মূলক নয়
ঠিক তেমই দুঃখের সাগরে
ভেসে জাওয়া হয়না
তবে
সমস্যাটা আমাদেরই
আমরাই দুঃখ গুলো
কে আকলে ধরিতে গিয়ে
সুখ গুলোকে
হাত ছাড়া করে ফেলি
বুঝতে চাই না আমরা
কিছু মানুষের আনন্দে কতটা উচ্ছাসিতো হতে পারে
জিবন কে জিবনের মত না
বুঝলে পুরো জিবনটা ই বিথা হয়ে যায়

নাছরিন সুলতানা তোমাকে
ধন্যবাদ তুমি থেকে গেলে
হয়তো আজ আমাকে এসবের বিষয়ে লিখা হতো না
মানুষ বলে প্রেম নাকি
মিলনে মরে
বিচ্ছেদ বেছে থাকে
তুমি যেখানেই থাকো
যার কাছেই থাকো ভালো থেকো
দীর্ঘ চব্বিশটা বছর হয়ে গেছে তোমাকে দেখিনা।

জীবন সব সময়।। মাহবুর রহমান

আপডেট সময় : ১২:০১:১৪ এএম, সোমবার, ১১ মার্চ ২০২৪

তুমি বিশ্বাস কর আর নাই কর
জীবন সব সময়
রৌদ্রোজ্জ্বল কিংবা রংধনুর মত
উজ্জ্বল নয়
এখানে গ্রীষ্মের মত গলা শুকিয়ে
যাওয়া যন্ত্রণা যেমন আছে
তেমনি আছে বর্ষার মত
মত কালো মেঘে জমা মন
সাথে সারাক্ষণ বৃষ্টির ঘনঘটা
শরতের শুভ্রতার মত হঠাৎ
বৃষ্টির স্বাধ আবার
হেমন্তের নিরবতা
শীতের শুক্রতা আছে
তেমন আছে বসন্তের মত
নতুন করে নতুন রুপে
জেগে উঠার আনন্দ

জানো ত জিবন সিনেমার মত
রোমান্টিক নয়
সব সময়
যে চাক চিক্যে থাকবে এটা তেমন বাধ্যতা মূলক নয়
ঠিক তেমই দুঃখের সাগরে
ভেসে জাওয়া হয়না
তবে
সমস্যাটা আমাদেরই
আমরাই দুঃখ গুলো
কে আকলে ধরিতে গিয়ে
সুখ গুলোকে
হাত ছাড়া করে ফেলি
বুঝতে চাই না আমরা
কিছু মানুষের আনন্দে কতটা উচ্ছাসিতো হতে পারে
জিবন কে জিবনের মত না
বুঝলে পুরো জিবনটা ই বিথা হয়ে যায়

নাছরিন সুলতানা তোমাকে
ধন্যবাদ তুমি থেকে গেলে
হয়তো আজ আমাকে এসবের বিষয়ে লিখা হতো না
মানুষ বলে প্রেম নাকি
মিলনে মরে
বিচ্ছেদ বেছে থাকে
তুমি যেখানেই থাকো
যার কাছেই থাকো ভালো থেকো
দীর্ঘ চব্বিশটা বছর হয়ে গেছে তোমাকে দেখিনা।