বিমূর্ত প্রেমের স্মৃতি : আসাদুজ্জামান খান মুকুল
-
-
আপডেট সময় :
০৮:০৫:০৬ পিএম, রবিবার, ১৭ মার্চ ২০২৪
-
৭৭৫
হৃদয়ের তন্ত্রীতে ব্যঞ্জনা জাগায় বিমূর্ত প্রেমের স্মৃতিগুলি।
অক্ষিযুগলে ভেসে উঠে রোমাঞ্চকর কত না মুহূর্ত।
প্রথম দুজনের চোখে চোখ পড়েছিল পথে পাশ কাটিয়ে যাবার প্রাক্কালে।
আমি আনমনে চেয়ে চেয়ে দেখেছিলেম।
কী লাজুক ভঙ্গিতে দৃষ্টি অবনত করে চলে গিয়েছিলে।
কিন্তু আড়চোখা নয়নের চাহনিতে প্রেমের বীজ উপ্ত করেছিলে আমার মনের মন্দিরে।
অনুভব করেছিলাম স্বর্গীয় ভালোবাসা।
প্রায়শই এভাবে দেখা।
অল্প অল্প করে বাক্য বিনিময়।
যা কিনা মায়াবী এক আকর্ষণে রূপ নেয় প্রগাঢ়তম ভালোবাসায়।
চিনে নিয়েছিলাম দুজন দুজনায় যেন শত শতাব্দী ধরে।
জীবনের হিসেব কষে যেতাম কত মুখোমুখি বসে।
আবীরের রাঙা প্রতিটি বিকেল হয়ে উঠতো দুজনের ভালোবাসার মধু ক্ষণ।
ওই তটিনীর তীরে হেঁটে হেঁটে হারিয়ে যেতাম দূর অজানায়।
তটিনীর কল্লোলে বিমোহিত হয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যেতাম দুজন।
গোধূলি এসে আঁধারের চাদরে মুড়িয়ে নিয়ে যেত আরো গভীর থেকে গভীরে।
আজ কি তোমার মনে পড়ে সেই মধুময় ক্ষণের?যখন তুমি আমার আসঙ্গ হীনে এক মুহূর্ত থাকতে পারতে না।
হয় তো আজ সেই মূহুর্ত গুলো এতটুকুও তোমার মনে নেই,কারণ তুমি তো স্বার্থপর! ভীষণ স্বার্থপর!
হৃদয় নিঃসৃত প্রেমের নির্যাস উপেক্ষা করে অর্থের প্রলোভনে অপরের সঙ্গে বেঁধেছো সুখের বাসর।