মানহানি : নিতাই চন্দ্র দাস
-
-
আপডেট সময় :
১১:৩৪:০৯ পিএম, রবিবার, ১৭ মার্চ ২০২৪
-
৬৬২

তৈলাক্ত ভালোবাসা-ফুলের
মানহানি,
ফুলের টালের ভিতরে আজব- রুচির মানুষ রূপধারি,
কুৎসিত,কদাকার কেমন জানি
মনে হয় উনি ইবলিশের অবয়বী,
হঠাৎ পেয়ে যায় চরম ঠানাঠানি।
অতৃপ্ত বিলাসিতা খায় খুঁড়ে খুঁড়ে
লেগে যায় তারি পিছে পরম হানাহানি।
দিশা না পেল তাইন
বাসেন পুষ্পময় হাসি,
দূরিভূত হয়ে উবে গেল-ফুলের মানহানি!
(নিষ্পাপ,নিরীহ ফিলিস্তিনের আবাল-বৃদ্ধ-বণিতাদের উদ্দেশ্যে উৎসর্গকৃত)।