ঢাকা ১১:৩০ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু তুমি : শামিমা আক্তার 

  • আপডেট সময় : ০১:৪২:০১ পিএম, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • ৬৭৭

যুগ যুগ ধরে লিখলেও লেখা শেষ হবে না
লাখে শহীদের রক্তে রাঙা ভূখণ্ডে অমর গাঁথা তুমি
তোমার অগ্নিঝরা ভাষণে
সাত কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে ক্ষুধা, নিপীড়ন, নির্যাতন ও শোষনের বিরুদ্ধে জয় করেছে স্বাধীন বাংলা।

বাঙালির আকাশে উজ্জল নক্ষত্র তুমি,
ভুলিনি আমরা, ভুলবো না কভু তোমার অবদান।

সত্য ন্যায়ের রুদ্র অবিচর,
আলোর প্রভাবিত চির ভাস্কর,
বাংলার মাটিতে শ্রেষ্ঠ নায়ক তুমি,
বহতার স্রোতের গতির ধারা তুমি,
সন্ধ্যায় জ্বলা হাজার জোনাকি রাতের লক্ষ তারা তুমি,
তোমার বলিষ্ঠ কন্ঠে,
কোটি বাঙ্গালীর হাজার হৃদয় স্পন্দন হয়েছে তনয়া,
তুমি পথহারা অগণিত যুবকদের আত্মচিৎকার;
বঙ্গবন্ধু তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,
হায়েনার বিরুদ্ধে গর্জে ওঠা মহাপ্রলায়া,
সত্যের সাথে হার মানা নির্ভীক তলোয়ার তুমি,
ভালোবাসার আরেক নাম শেখ মুজিব।

তুমি বাংলার জনতার মিছিল।
তোমার ডাকে সাড়া দিয়ে বাংলা নির্ভীক জনগণ মুক্ত করে,
হাতিয়ে এনেছে স্বাধীন সার্বভৌমত্ব সোনার বাংলাদেশ।

বঙ্গবন্ধু তোমার জাদুকরি হাতের ছোঁয়ায় বাংলা পেয়েছে
মানচিত্র আঁকা লাল সবুজের পতাকা,
বঙ্গবন্ধু মানেই-
মুক্তিযুদ্ধের গর্বিত ইতিহাস প্রাণের স্বাধীনতা।

বঙ্গবন্ধু তুমি : শামিমা আক্তার 

আপডেট সময় : ০১:৪২:০১ পিএম, সোমবার, ১৮ মার্চ ২০২৪

যুগ যুগ ধরে লিখলেও লেখা শেষ হবে না
লাখে শহীদের রক্তে রাঙা ভূখণ্ডে অমর গাঁথা তুমি
তোমার অগ্নিঝরা ভাষণে
সাত কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে ক্ষুধা, নিপীড়ন, নির্যাতন ও শোষনের বিরুদ্ধে জয় করেছে স্বাধীন বাংলা।

বাঙালির আকাশে উজ্জল নক্ষত্র তুমি,
ভুলিনি আমরা, ভুলবো না কভু তোমার অবদান।

সত্য ন্যায়ের রুদ্র অবিচর,
আলোর প্রভাবিত চির ভাস্কর,
বাংলার মাটিতে শ্রেষ্ঠ নায়ক তুমি,
বহতার স্রোতের গতির ধারা তুমি,
সন্ধ্যায় জ্বলা হাজার জোনাকি রাতের লক্ষ তারা তুমি,
তোমার বলিষ্ঠ কন্ঠে,
কোটি বাঙ্গালীর হাজার হৃদয় স্পন্দন হয়েছে তনয়া,
তুমি পথহারা অগণিত যুবকদের আত্মচিৎকার;
বঙ্গবন্ধু তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,
হায়েনার বিরুদ্ধে গর্জে ওঠা মহাপ্রলায়া,
সত্যের সাথে হার মানা নির্ভীক তলোয়ার তুমি,
ভালোবাসার আরেক নাম শেখ মুজিব।

তুমি বাংলার জনতার মিছিল।
তোমার ডাকে সাড়া দিয়ে বাংলা নির্ভীক জনগণ মুক্ত করে,
হাতিয়ে এনেছে স্বাধীন সার্বভৌমত্ব সোনার বাংলাদেশ।

বঙ্গবন্ধু তোমার জাদুকরি হাতের ছোঁয়ায় বাংলা পেয়েছে
মানচিত্র আঁকা লাল সবুজের পতাকা,
বঙ্গবন্ধু মানেই-
মুক্তিযুদ্ধের গর্বিত ইতিহাস প্রাণের স্বাধীনতা।