ঢাকা ১১:১০ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রবিউল হাসান-এর কবিতা : অনাবৃত প্রেম

  • আপডেট সময় : ১১:৫৮:৫৮ এএম, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
  • ৮৩৬

অভিলাষ লালিত বুক বেয়ে, তোমার জীবনের
স্বপ্ন ছুঁয়ে, গলিত লাভা নেমে আসে নাভি মূলে!
জ্বলন্ত চুলায় রক্ত বমি করে ক্লান্ত হয় শতবর্ষের
পুরানো বৃক্ষমুণ্ডের অহংকার।
সময় জানান দেয়, রাত্রির শেষ প্রহরের জীবন্ত পাপ।।

তোমার থুথুর ভীতরের কিট গুলো
শুষে নেয় নোনতা প্রেম!
নদীতে গাহন কর শতবার, তারপরও তোমার অভিলাষের পরিসমাপ্তি হয়না!
জীবনের কাছে তুমি পাপ চাও! প্রায়শ্চিত্ত চাওনা!
তোমার নগ্ন প্রেম, করতলে,,বিষাদের ছায়া ফেলে।

সবুজ হলুদ হয়ে ঝরে পরে, কান্ড প্রান্তে।
তারপরও তুমি ক্ষান্ত হওনা!
মুমূর্ষুর ঘাড়ে, তোমার বেহায়া হাসি
ঝরে পরে, অঝোরে!

ক্ষান্ত হও অভিলাষী! অনন্তের পানে চাও।
কবির – কবিতার বাণী, কুড়িয়ে নাও
স্বর্গের প্রেমে, পবিত্রতা ঢেলে দাও, শুচি হও।।

রবিউল হাসান-এর কবিতা : অনাবৃত প্রেম

আপডেট সময় : ১১:৫৮:৫৮ এএম, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪

অভিলাষ লালিত বুক বেয়ে, তোমার জীবনের
স্বপ্ন ছুঁয়ে, গলিত লাভা নেমে আসে নাভি মূলে!
জ্বলন্ত চুলায় রক্ত বমি করে ক্লান্ত হয় শতবর্ষের
পুরানো বৃক্ষমুণ্ডের অহংকার।
সময় জানান দেয়, রাত্রির শেষ প্রহরের জীবন্ত পাপ।।

তোমার থুথুর ভীতরের কিট গুলো
শুষে নেয় নোনতা প্রেম!
নদীতে গাহন কর শতবার, তারপরও তোমার অভিলাষের পরিসমাপ্তি হয়না!
জীবনের কাছে তুমি পাপ চাও! প্রায়শ্চিত্ত চাওনা!
তোমার নগ্ন প্রেম, করতলে,,বিষাদের ছায়া ফেলে।

সবুজ হলুদ হয়ে ঝরে পরে, কান্ড প্রান্তে।
তারপরও তুমি ক্ষান্ত হওনা!
মুমূর্ষুর ঘাড়ে, তোমার বেহায়া হাসি
ঝরে পরে, অঝোরে!

ক্ষান্ত হও অভিলাষী! অনন্তের পানে চাও।
কবির – কবিতার বাণী, কুড়িয়ে নাও
স্বর্গের প্রেমে, পবিত্রতা ঢেলে দাও, শুচি হও।।