ঢাকা ০৪:০৯ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা || হেমন্ত || বশির আহমদ 

  • আপডেট সময় : ০৩:৫৩:৩৯ পিএম, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • ৮১৩
ছবি : সংগৃহীত
শিশির ভেজা হাওয়ার মাঝে
হিমেল পরশ লাগে
ধান কাউনের পাপড়ি ফুলে
সোহাগ প্রীতি জাগে।
সোনার বরণ ধানের ডগায়
শিশির রাশি রাশি
পাকা ধানের মাঠ জুড়ে যে
কৃষাণের ঐ হাসি।
ঘাসের উপর মুক্তার মালা
বকুল গাছের তলে
পুবাকাশের সূর্যের আলো
ঝিকিমিকি জ্বলে।
পিঠার গন্ধে সারাবাড়ি
মৌ মৌ সদা করে
লাউ গাছের মাচাগুলো
ফুলে ফুলে ভরে।
কুয়াশার ঐ চাদর দিয়ে
রাখে হাল্কা ঘিরে
সুরুজ মিঞা রাঙা বেশে
উঠে আস্তে ধীরে।
মাঠে মাঠে সোনার ধানে
নাই যে তাহার অন্ত
হাসি খুশির খবর দিল
সবার প্রিয় হেমন্ত।

কবিতা || হেমন্ত || বশির আহমদ 

আপডেট সময় : ০৩:৫৩:৩৯ পিএম, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
ছবি : সংগৃহীত
শিশির ভেজা হাওয়ার মাঝে
হিমেল পরশ লাগে
ধান কাউনের পাপড়ি ফুলে
সোহাগ প্রীতি জাগে।
সোনার বরণ ধানের ডগায়
শিশির রাশি রাশি
পাকা ধানের মাঠ জুড়ে যে
কৃষাণের ঐ হাসি।
ঘাসের উপর মুক্তার মালা
বকুল গাছের তলে
পুবাকাশের সূর্যের আলো
ঝিকিমিকি জ্বলে।
পিঠার গন্ধে সারাবাড়ি
মৌ মৌ সদা করে
লাউ গাছের মাচাগুলো
ফুলে ফুলে ভরে।
কুয়াশার ঐ চাদর দিয়ে
রাখে হাল্কা ঘিরে
সুরুজ মিঞা রাঙা বেশে
উঠে আস্তে ধীরে।
মাঠে মাঠে সোনার ধানে
নাই যে তাহার অন্ত
হাসি খুশির খবর দিল
সবার প্রিয় হেমন্ত।