ঢাকা ০৯:২৩ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কণ্ঠ মালতী : আল আমিন হিমু

  • আপডেট সময় : ১০:৫৩:৩২ পিএম, শুক্রবার, ৭ জুন ২০২৪
  • ৬২৮

 

অবিশ্রান্ত এক‌ প্রণয়ের সুর তোমার,
মিষ্টিময় চপলের হাসি।
চাহনিতে এ কি মায়া জমেছে,
পৃথিবীর সকল সুন্দর্যতা নিয়েছো কারী।
কাজল কালো চক্ষু তোমার, অপরূপা তুমি।
কেষ্ঠগুলো মসৃণ সুন্দর দিয়েছো হৃদয় ভরি।
মধুর এক কন্ঠ মিশ্রিত সুর যে তোমার,
ভাবনায় বিভর থাকি যে আমি।
আমি হারাতে চাই, তোমার সুরে,
ক্ষণে ,ক্ষণে মোর হৃদয় স্পন্দন করে,
সজাগ কিংবা ঘুমের ঘোরে।
তোমার কন্ঠে যেন বকুলের সুগন্ধ ভেসে আসে।
জোনাকিরা নেচে বেড়ায় নক্ষত্রের সাথে।
তোমার কন্ঠ যেন বয়ে চলা ঝর্ণার ন্যায়
শব্দ শোনায় কর্ণে, চিত্তে ছন্দ কবির বর্ণে।
শাড়ির আঁচলে, চোখের কাজলে,
গোধুলী বেলাতে তুমি সন্ধ্যা মালতী ।
তোমার এ সুরে আলিঙ্গন করে
অনন্তকাল মোরে রেখেছো দাশ করি ।
বিষাদময় এই মেদেনীর বুকে হারিয়ে গেলে শেষে,
মোর তরে তবে তোমার পদচিহ্ন যেও রেখে।
[ উৎসর্গঃ জনপ্রিয় আবৃত্তি শিল্পী তানজিনা তাবাচ্ছুম আপুকে]

কণ্ঠ মালতী : আল আমিন হিমু

আপডেট সময় : ১০:৫৩:৩২ পিএম, শুক্রবার, ৭ জুন ২০২৪

 

অবিশ্রান্ত এক‌ প্রণয়ের সুর তোমার,
মিষ্টিময় চপলের হাসি।
চাহনিতে এ কি মায়া জমেছে,
পৃথিবীর সকল সুন্দর্যতা নিয়েছো কারী।
কাজল কালো চক্ষু তোমার, অপরূপা তুমি।
কেষ্ঠগুলো মসৃণ সুন্দর দিয়েছো হৃদয় ভরি।
মধুর এক কন্ঠ মিশ্রিত সুর যে তোমার,
ভাবনায় বিভর থাকি যে আমি।
আমি হারাতে চাই, তোমার সুরে,
ক্ষণে ,ক্ষণে মোর হৃদয় স্পন্দন করে,
সজাগ কিংবা ঘুমের ঘোরে।
তোমার কন্ঠে যেন বকুলের সুগন্ধ ভেসে আসে।
জোনাকিরা নেচে বেড়ায় নক্ষত্রের সাথে।
তোমার কন্ঠ যেন বয়ে চলা ঝর্ণার ন্যায়
শব্দ শোনায় কর্ণে, চিত্তে ছন্দ কবির বর্ণে।
শাড়ির আঁচলে, চোখের কাজলে,
গোধুলী বেলাতে তুমি সন্ধ্যা মালতী ।
তোমার এ সুরে আলিঙ্গন করে
অনন্তকাল মোরে রেখেছো দাশ করি ।
বিষাদময় এই মেদেনীর বুকে হারিয়ে গেলে শেষে,
মোর তরে তবে তোমার পদচিহ্ন যেও রেখে।
[ উৎসর্গঃ জনপ্রিয় আবৃত্তি শিল্পী তানজিনা তাবাচ্ছুম আপুকে]