ঢাকা ০৯:৪২ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জীবনের কথা হরেকরকম।। খাদেম রসুল সরকার

  • আপডেট সময় : ১০:০৯:৫৭ পিএম, শনিবার, ৮ জুন ২০২৪
  • ৬৩৪

 

এতো সুন্দর পৃথিবীর পরে
ভালোবাসা কেন কাঁদায় আমারে
প্রভাত বেলার ঝলমল আলো
দূর করে সব কুহেলিকা কালো
সমীরণ বহে শীতল আবেশে
পাখপাখালিরা জেগে উঠে হেসে
শান্ত ধরণী হয় মুখরিত
পুব দিগন্তে রবি উপনীত।

রূপের বাহারে ষড়ঋতু ভরা
লালে লাল কত-না কৃষ্ণচূড়া
রামধনু যেন করে পারাপার
সুখের ভেলায় এপারওপার
মুক্ত আকাশে উড়ন্ত মেঘ
পাখা নাই তবু ঢের গতিবেগ
ফুটন্ত ফুলে, খেলে প্রজাপতি
নয়নাভিরাম এই বসুমতী।

সবুজ শ্যামল মাঠ প্রান্তর
সরষে ফুলের হাসি সুন্দর
মায়ের হস্তে চিড়া মুড়ি খই
গরুর দুধের ঘন পাতা দই
মিষ্টি মধুর মৌসুমি ফল
থৈ থৈ নাচে নদী ভরা জল
বাউলের গান বৈশাখী মেলা
বুঝতে বুঝতে পড়ন্ত বেলা।

কতকিছু বাকি থাকল অজানা
ব্যর্থ তালাশ সুখের ঠিকানা
জীবন ফুরায়, অসার কদম
জীবনের কথা হরেকরকম।

জীবনের কথা হরেকরকম।। খাদেম রসুল সরকার

আপডেট সময় : ১০:০৯:৫৭ পিএম, শনিবার, ৮ জুন ২০২৪

 

এতো সুন্দর পৃথিবীর পরে
ভালোবাসা কেন কাঁদায় আমারে
প্রভাত বেলার ঝলমল আলো
দূর করে সব কুহেলিকা কালো
সমীরণ বহে শীতল আবেশে
পাখপাখালিরা জেগে উঠে হেসে
শান্ত ধরণী হয় মুখরিত
পুব দিগন্তে রবি উপনীত।

রূপের বাহারে ষড়ঋতু ভরা
লালে লাল কত-না কৃষ্ণচূড়া
রামধনু যেন করে পারাপার
সুখের ভেলায় এপারওপার
মুক্ত আকাশে উড়ন্ত মেঘ
পাখা নাই তবু ঢের গতিবেগ
ফুটন্ত ফুলে, খেলে প্রজাপতি
নয়নাভিরাম এই বসুমতী।

সবুজ শ্যামল মাঠ প্রান্তর
সরষে ফুলের হাসি সুন্দর
মায়ের হস্তে চিড়া মুড়ি খই
গরুর দুধের ঘন পাতা দই
মিষ্টি মধুর মৌসুমি ফল
থৈ থৈ নাচে নদী ভরা জল
বাউলের গান বৈশাখী মেলা
বুঝতে বুঝতে পড়ন্ত বেলা।

কতকিছু বাকি থাকল অজানা
ব্যর্থ তালাশ সুখের ঠিকানা
জীবন ফুরায়, অসার কদম
জীবনের কথা হরেকরকম।