ঢাকা ০৯:৩৯ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা : বিরহ বেচিবো।। কলি চক্রবর্তী 

  • আপডেট সময় : ১০:৩৫:২০ পিএম, রবিবার, ৯ জুন ২০২৪
  • ৬৩২

 

আমি হাটে ঘাটে মাঠে
বিরহ বেচবো
কে নিবি রে তোরা আয়,
আমার উথলিলো প্রেম
মহুয়ার ডালে
বাতায়নে দুলে সেই ফুল ভুলে ,
অনিন্দ্য জোছনায়।
আমার হয়নি গাঁথা
দোপাটির মালা
ঝরা বকুলের রইল জ্বালা
প্রত্যাশাখানি মাঝপথে আনি
প্রেম করে ধুলিসাৎ।
ও সে নয়নের মাঝে দেখেনি স্বপন
দেখিল সে শুধু আঁখিতে কাজল,
কালো রং খানি আঁধারেই হানি
ভালোবাসা করে তল।
আমার আকুল হৃদয় বিরহী করিয়া
তার রয় ছলবল।

কবিতা : বিরহ বেচিবো।। কলি চক্রবর্তী 

আপডেট সময় : ১০:৩৫:২০ পিএম, রবিবার, ৯ জুন ২০২৪

 

আমি হাটে ঘাটে মাঠে
বিরহ বেচবো
কে নিবি রে তোরা আয়,
আমার উথলিলো প্রেম
মহুয়ার ডালে
বাতায়নে দুলে সেই ফুল ভুলে ,
অনিন্দ্য জোছনায়।
আমার হয়নি গাঁথা
দোপাটির মালা
ঝরা বকুলের রইল জ্বালা
প্রত্যাশাখানি মাঝপথে আনি
প্রেম করে ধুলিসাৎ।
ও সে নয়নের মাঝে দেখেনি স্বপন
দেখিল সে শুধু আঁখিতে কাজল,
কালো রং খানি আঁধারেই হানি
ভালোবাসা করে তল।
আমার আকুল হৃদয় বিরহী করিয়া
তার রয় ছলবল।