ঢাকা ০৬:০১ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মনের পশু কোরবানি : গোলাপ মাহমুদ সৌরভ 

  • আপডেট সময় : ১২:১৫:১৭ এএম, রবিবার, ১৬ জুন ২০২৪
  • ৬১৯
মনের পশু কোরবানি দাও
লোক দেখানো নহে,
তবেই আল্লাহ খুশি হবেন
শুনো মুমিন ওহে ।
মোটা তাজা পশু জবাই
করতে হবে সবে,
গায়ের রঙটা সুন্দর হবে
তাও বলছে রবে।
আল্লাহর নামে কোরবানি
করতে হবে ভাই,
গরীবের হক আদায় করে
পূর্ণ সওয়াব  চাই।
তিনটি ভাগের এক ভাগ
নিজের জন্য নিও,
দুই ভাগ গরীব দুঃখী আর
আত্মীয়স্বজন কে দিও।
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
ঈদের জামাত পড়ি,
বুকের সাথে বুক মিলিয়ে
এসো কোলাকুলি করি।

মনের পশু কোরবানি : গোলাপ মাহমুদ সৌরভ 

আপডেট সময় : ১২:১৫:১৭ এএম, রবিবার, ১৬ জুন ২০২৪
মনের পশু কোরবানি দাও
লোক দেখানো নহে,
তবেই আল্লাহ খুশি হবেন
শুনো মুমিন ওহে ।
মোটা তাজা পশু জবাই
করতে হবে সবে,
গায়ের রঙটা সুন্দর হবে
তাও বলছে রবে।
আল্লাহর নামে কোরবানি
করতে হবে ভাই,
গরীবের হক আদায় করে
পূর্ণ সওয়াব  চাই।
তিনটি ভাগের এক ভাগ
নিজের জন্য নিও,
দুই ভাগ গরীব দুঃখী আর
আত্মীয়স্বজন কে দিও।
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
ঈদের জামাত পড়ি,
বুকের সাথে বুক মিলিয়ে
এসো কোলাকুলি করি।