
১. মেঘের ভেলায় চড়ে
সোনালি সুন্দর আনন্দ আবেগে
ভরা দিন গেছে কেটে,
কেমন যেন শূন্যতা ছেয়েছে
চারদিকে,
সহন যেন কঠিন, পারছি না যে
ফিরতে!
আনন্দ আবেগে ভরা দিন ছিল,
ভালোবাসা ভালোলাগায় মেতে।
চলে গেলে, ফেলে গেলে রেখে
গেলে মোরে, এলে নাগো ফিরে,
আর কোন সুন্দর ভোরে,
কোন এক বরষায় মেঘের ভেলায় চড়ে,
এসো না গো মোর হৃদ মন্দিরে।
এসো কোন ভরা জোছনায় আমার রাঙা উঠোন জুড়ে।
কাশবনে যাব, তোমার হাত ধরে,
তোমার স্মৃতি সবই ধরে রেখেছি আলতো করে
আমার মন মন্দিরে,
ফিরে এসো চলো যাই
স্মৃতির পাতার ভিড়ে।
কোন এক শ্রাবনে অঝোর ধারায় ঝরুক বারি আমার
দুচোখ ভরে,
গ্রষ্মের খরতাপে পূড়ে ছাই হই,
তুমি এসো ফিরে এসো আমার
হৃদয় জুড়ে।
তোমার শূন্যতা পুড়ছে আমায়
খা খা রোদদোরে।
২. শুধু তোমাতেই আমার বাস
এসো বর্ষার প্রথম প্রহরে বা কোন এক শীতের ভোরে,
শিশিরে পা ভেজাব নরম ঘাসে,
বকুল ফুলের মালায় গেঁথেছি তোমার নাম।
শিউলির মাতাল ঘ্রাণে তুমি,
বেলির আনচান সুভাষে তুমি।
প্রচন্ড দাবদাহে বৃষ্টির ফোঁটা তুমি,
আমার ভালোবাসার রঙিন প্রজাপতি তুমি।
আমার যাদুর কাঠি, অলকানন্দার সৌন্দর্য তোমার রুপে লজ্জিত।
যাপিত জীবনে আমার হৃদকোষ জপে তোমার নাম,
অন্তরাত্মা নিঃশব্দে পোড়াও তুমি।
আমার হাসির ফোয়ারা তুমি,
আমার হৃদয়ের ঝলক,
ঐ দূর নিঃসীমে তাকিয়ে তোমায় দেখি,
মনের অলিন্দে রং মেখে আছো
হৃদয়ের ভাঁজে।
মন এঁকে বেড়ায় তোমার প্রচ্ছদ,
এখানে, সেখানে নয় বসেছ যেন হৃদয় সিংহাসনে।
জুড়ে আছো হৃদয়ের অলিগলি
আমি সর্বদা তোমাতেই অচল।
তোমাতেই আমার বাস,
তুমিই এখন আমার ঘন ঘন
দীর্ঘশ্বাস।