
বর্ষায় রিমঝিম, টাপুর টুপুর বৃষ্টি
খেক শিয়াদের বিয়ে হবে সূর্যি মামার তুষ্টি।
মুষলধারে আধার দিনে
বাহিরে কেউ নাইরে ।
কিশান বেটা পাতলা মাথায়
আইলে আইলে যায়রে।
আষাঢ়ের ঢলে ঢলে
কিষানের ফসল টলে ।
উনুন হলো বদ্ধ ঘরে, উপুস করছে সবে,
কখন জানি বৃষ্টি যাবে,কিশান বেটি ভাবে।
শুয়ামীটা তার বুন্দে গেছে ফিরা নাহি আসে।
কুলুবেটা আসে নাই আজ ঘরে নাহি তেল,
রমজান চাচা দুধ নিয়ে পরে গিয়ে খেল ।
এতকিছুর পরেও দেখি আকাশটা তো ভারি
কিশান বেটি কোনো ঘরে ,
টাপুর টুপুর জল ।
সব জ্বালানি ভিজে গেছে
এ যে বর্ষার ফল।