ঢাকা ০৪:০৯ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রুদ্রশ্বাস : আব্দুস সাত্তার সুমন 

  • আপডেট সময় : ০১:৪৮:৫৬ এএম, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • ৬৯৭
উত্তেজনা রুদ্রশ্বাসে
জড়ো পাপে তাপে,
গুলির শব্দে আত্মচিৎকার
বাংলার ভূমি কাঁপে।
হেফাজতে রাখো প্রভু
যোগাযোগ যে বন্ধ,
কর্ম রুজি জব্দ আজি
অর্থনীতি মন্দ।
লাঠিসোটা বর্ষা বল্লম
হাতে অস্ত্র বাহার,
দড়ি ছেড়া নাটাই সুতো
ক্ষমতা যে কাহার?
হামলা আসে হঠাৎ করে
মৃত্যুর মুখে আছি,
জ্বালাও পোড়াও ধ্বংসলীলায়
রুদ্রশ্বাসে বাঁচি।
ঢাকা ক্যান্টনমেন্ট বাংলাদেশ।

রুদ্রশ্বাস : আব্দুস সাত্তার সুমন 

আপডেট সময় : ০১:৪৮:৫৬ এএম, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
উত্তেজনা রুদ্রশ্বাসে
জড়ো পাপে তাপে,
গুলির শব্দে আত্মচিৎকার
বাংলার ভূমি কাঁপে।
হেফাজতে রাখো প্রভু
যোগাযোগ যে বন্ধ,
কর্ম রুজি জব্দ আজি
অর্থনীতি মন্দ।
লাঠিসোটা বর্ষা বল্লম
হাতে অস্ত্র বাহার,
দড়ি ছেড়া নাটাই সুতো
ক্ষমতা যে কাহার?
হামলা আসে হঠাৎ করে
মৃত্যুর মুখে আছি,
জ্বালাও পোড়াও ধ্বংসলীলায়
রুদ্রশ্বাসে বাঁচি।
ঢাকা ক্যান্টনমেন্ট বাংলাদেশ।