
‘৭১ এ পেয়েছি স্বাধীনতা,
লাল সবুজের পতাকা।
পরাধীনতার শৃঙ্খল মুক্ত
পেলাম মানচিত্র।
২৪ এর ছাত্র আন্দোলনে,
পেলাম বাক স্বাধীনতা।
অবসান দুঃশাসনের,
পালিয়েছে স্বৈরাচার।
কিন্তু,স্বৈরাচারের দোসর
এখনো ঘাপটি মেরে আছে।
তোমার ভালো কাজের ফাঁকে মিশে,
ওরা মন্দ কাজটি পোষে।
ওরা সনাতন বাড়িতে মূর্তি ভেঙে,
আগুন ধরিয়ে প্রচার করে বাড়িয়ে।
ওরাই আবার মসজিদে কোরআন পুড়ে,
সনাতনের উপর দোষ চাপাবে দেশজুড়ে।
”স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন,
দেখলাম ’বিজয়ের উল্লাসে,ঘটেছে সারা দেশে ।
অর্জনকে বিসর্জন অপচেষ্টা,
চালাচ্ছে ছাত্র সেজে।
হামলা লুটপাট চালাচ্ছে
স্বৈরাচারের পেদাত্তাগণ।
দেখছি ছাত্র সমাজ ভালো কাজে,
রাস্তায় পরিচ্ছন্নতা আর ট্রাফিক নিয়ন্ত্রণ।
বিজয় উৎসব এখন আর নয়,
প্রকৃত বিজয় তখনই হবে,
বাস্তবায়ন হবে আইনের শাসন।
বাক-স্বাধীনতা পাবে জনগন।
বেকারত্ব দূর হবে বাড়বে কর্মসংস্থান,
বন্ধ হবে দুর্নীতি অর্জন হবে সুনাম।
ফ্যাসিবাদের হবে অবসান,
শোষণমুক্ত দেশ গড়বে ছাত্র সমাজ।
নতুন দিনে নতুন করে শপথ নিলাম আজ,
সচেতনতায় গড়ব এদেশ,
আমার মা প্রিয় মাতৃভূমি ,একটি মানচিত্র।
লাল সবুজের পতাকা ও আমার বাংলাদেশ।