ঢাকা ০৪:০৬ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আমি ভালোবাসব : মতিউর রহমান

  • আপডেট সময় : ১০:১৬:২৪ পিএম, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
  • ৬৩২

 

আমার হৃদয়ের ব্যাথা কাকে দেখাব,
বুঝাব আমি কাকে।
এমন কোন ডাক্তার প্যাথলজি আছে,
বলবে আমাকে।

সত্যি করে কও,
বুকের ব্যথা কারে দেখাব।
ডাক্তারের ঠিকানাটা দাও,
চিকিৎসার অভাবে একদিন
বুকে হবে রক্ত ক্ষরণ।

দিনে দিনে বাড়বে যন্ত্রণা,রক্তের শূন্যতা চোখের ঝাঁপসা,
তিলে তিলে হবে আমার মরণ।
তবু দিবে না মোরে ঠিকানা?
এখনও সময় আছে।

তোমার বিলম্ব সিদ্ধান্ত আমার অজানা,
অচেনা পথ খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত।
তারপর ব্যাথা আর রক্তক্ষরণ,যেদিন খুঁজে পাবে ঠিকানা, সেদিন আমি হবো কংকাল সার।

মিশে যাবো মাটির অন্ধকার ভবনে,
সেদিন তুমি শূন্যতার অনুভবে।
জেগে পাবে শুধুই পুড়ে ছাই,
ডাক্তার- প্যাথলজি নাই।

হৃদয়ের ব্যাথা কাকে দেখাব,
ঠিকানা বিহীন অজানার পথে।
আমি আর ফিরব না,
চাইব না ডাক্তার ঠিকানা।

আমি তারা হয়ে, শুধু চেয়ে চেয়ে দেখব ।
তখন আমার নিঃপ্রাণ দেহ ।
তুমি চিৎকার করে বলবে,
তোমাকেই আমি ভালোবাসবো।

 

০৯/০৮/২৪

আমি ভালোবাসব : মতিউর রহমান

আপডেট সময় : ১০:১৬:২৪ পিএম, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪

 

আমার হৃদয়ের ব্যাথা কাকে দেখাব,
বুঝাব আমি কাকে।
এমন কোন ডাক্তার প্যাথলজি আছে,
বলবে আমাকে।

সত্যি করে কও,
বুকের ব্যথা কারে দেখাব।
ডাক্তারের ঠিকানাটা দাও,
চিকিৎসার অভাবে একদিন
বুকে হবে রক্ত ক্ষরণ।

দিনে দিনে বাড়বে যন্ত্রণা,রক্তের শূন্যতা চোখের ঝাঁপসা,
তিলে তিলে হবে আমার মরণ।
তবু দিবে না মোরে ঠিকানা?
এখনও সময় আছে।

তোমার বিলম্ব সিদ্ধান্ত আমার অজানা,
অচেনা পথ খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত।
তারপর ব্যাথা আর রক্তক্ষরণ,যেদিন খুঁজে পাবে ঠিকানা, সেদিন আমি হবো কংকাল সার।

মিশে যাবো মাটির অন্ধকার ভবনে,
সেদিন তুমি শূন্যতার অনুভবে।
জেগে পাবে শুধুই পুড়ে ছাই,
ডাক্তার- প্যাথলজি নাই।

হৃদয়ের ব্যাথা কাকে দেখাব,
ঠিকানা বিহীন অজানার পথে।
আমি আর ফিরব না,
চাইব না ডাক্তার ঠিকানা।

আমি তারা হয়ে, শুধু চেয়ে চেয়ে দেখব ।
তখন আমার নিঃপ্রাণ দেহ ।
তুমি চিৎকার করে বলবে,
তোমাকেই আমি ভালোবাসবো।

 

০৯/০৮/২৪