ঢাকা ০৪:১৪ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গণতন্ত্র/ রবিউল হাসান

  • আপডেট সময় : ১১:০৬:৪৭ পিএম, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
  • ৬২০

 

জলন্ত উনুনে –

শব্দ পুড়ে, বাক্য পুড়ে –

পুড়ে হৃদয়ের ক্ষরণ।

গণতন্ত্রের মুখ পুড়ে –

জলন্ত উনুন জুড়ে

হৃদয়ে কাঁপন ধরে।

কচিকাঁচাদের স্বপ্ন পুড়ে –

স্বরবর্ণ আর ব‍্যঞ্জনবর্ণের

হৃদয় ক্ষত করে।

দেশ পুড়ে – স্বপ্ন পুড়ে

যুবক – যুবতীর ভালোবাসা উড়ে

কালবৈশাীর ঝড়ে।।

আধো আয়সে – আধো বিষাদে

নেশার মতো প্রভাবে

জীবন থমথমে।।

কুলাঙ্গরের কুনজরে –

জীবন ঝরে দ্বিপ্রহরে।

গণতন্ত্রের চোখ হতে অশ্রু ঝরে।।

গণতন্ত্র/ রবিউল হাসান

আপডেট সময় : ১১:০৬:৪৭ পিএম, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪

 

জলন্ত উনুনে –

শব্দ পুড়ে, বাক্য পুড়ে –

পুড়ে হৃদয়ের ক্ষরণ।

গণতন্ত্রের মুখ পুড়ে –

জলন্ত উনুন জুড়ে

হৃদয়ে কাঁপন ধরে।

কচিকাঁচাদের স্বপ্ন পুড়ে –

স্বরবর্ণ আর ব‍্যঞ্জনবর্ণের

হৃদয় ক্ষত করে।

দেশ পুড়ে – স্বপ্ন পুড়ে

যুবক – যুবতীর ভালোবাসা উড়ে

কালবৈশাীর ঝড়ে।।

আধো আয়সে – আধো বিষাদে

নেশার মতো প্রভাবে

জীবন থমথমে।।

কুলাঙ্গরের কুনজরে –

জীবন ঝরে দ্বিপ্রহরে।

গণতন্ত্রের চোখ হতে অশ্রু ঝরে।।