ঢাকা ০৪:০৩ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অস্তিত্বের লড়াই : রবিউল হাসান

  • আপডেট সময় : ১১:৪০:১৩ পিএম, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • ৬৮১

 

সময়ের সাহসী যুবকের কাছে
লাল সবুজের পতাকা দিয়ে বললাম
আগলে রেখো পতাকার মান।

কিছু হায়েনার হিংস্র বিদ্রূপ হাসি
ক্ষতবিক্ষত করতে পারে মানচিত্র।
আগলে রেখো, হৃদয়ের মাঝখানে
গভীর মমতায়।

কিছু স্বপ্ন, জীবনকে বদলে দেয়।
কিছু হাসি, কিছু কান্না, মনে থাকে।
মনে থাকে, কষ্টের ইতিহাস।।

কিছু যুদ্ধ, জীবন দিয়ে করতে হয়।
সেই যুদ্ধে, প্রজন্ম আর পূর্বপুরুষদের
অস্তিত্ব রক্ষার শপথ থাকে।।

অস্তিত্বের লড়াই : রবিউল হাসান

আপডেট সময় : ১১:৪০:১৩ পিএম, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

 

সময়ের সাহসী যুবকের কাছে
লাল সবুজের পতাকা দিয়ে বললাম
আগলে রেখো পতাকার মান।

কিছু হায়েনার হিংস্র বিদ্রূপ হাসি
ক্ষতবিক্ষত করতে পারে মানচিত্র।
আগলে রেখো, হৃদয়ের মাঝখানে
গভীর মমতায়।

কিছু স্বপ্ন, জীবনকে বদলে দেয়।
কিছু হাসি, কিছু কান্না, মনে থাকে।
মনে থাকে, কষ্টের ইতিহাস।।

কিছু যুদ্ধ, জীবন দিয়ে করতে হয়।
সেই যুদ্ধে, প্রজন্ম আর পূর্বপুরুষদের
অস্তিত্ব রক্ষার শপথ থাকে।।