ঢাকা ০৪:১৯ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বন্যা মোকাবেলা : মতিউর রহমান

  • আপডেট সময় : ১১:৩৫:০৫ পিএম, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • ৫৯৯

 

ভারতের বাঁধ খুলে দিয়ে,
আকস্মিক বন্যায় আমার দেশ ভাসিয়ে।
সীমানা অধ্যুষিত এগারো জেলা,
সৃষ্টি করা হলো ঢল ও জলের মেলা।

আমাদের ছিলোনা কোন প্রস্তুতি,
সহায় সম্বল জানমাল আর বসতি ।
ভাসিয়েছে গরুবাছুর মানুষজন ,
হাড়িয়েছে যা ছিল মাল পরিজন ।

সংকটে পরে গেল আপনজন,
অভাব খাদ্য পানি জীবনমান।
এখনো চলছে ভয়াবহতার প্লাবণ,
উদ্ধারের এগিয়ে এলো ছাত্র শিক্ষক জনগণ।

এই বাড়ে এই কমে প্রকৃতির লিলা,
না জানিয়ে বার্তা ভারত খেলল দুষ্টু এ খেলা।
প্রতিবেশী হয়েও তারা বন্ধু হলোনা,
সবকিছু কেড়ে নিয়ে করলো প্রতারনা।

তাদের সাথে পাল্লা দিয়ে,
আমরা করবো বাঁধ।
যত্রতত্র ইচ্ছা করলেই পারবেনা আর হেলা,
সাহস আর শক্তি দিয়ে করব মোকাবেলা।

বন্যা মোকাবেলা : মতিউর রহমান

আপডেট সময় : ১১:৩৫:০৫ পিএম, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

 

ভারতের বাঁধ খুলে দিয়ে,
আকস্মিক বন্যায় আমার দেশ ভাসিয়ে।
সীমানা অধ্যুষিত এগারো জেলা,
সৃষ্টি করা হলো ঢল ও জলের মেলা।

আমাদের ছিলোনা কোন প্রস্তুতি,
সহায় সম্বল জানমাল আর বসতি ।
ভাসিয়েছে গরুবাছুর মানুষজন ,
হাড়িয়েছে যা ছিল মাল পরিজন ।

সংকটে পরে গেল আপনজন,
অভাব খাদ্য পানি জীবনমান।
এখনো চলছে ভয়াবহতার প্লাবণ,
উদ্ধারের এগিয়ে এলো ছাত্র শিক্ষক জনগণ।

এই বাড়ে এই কমে প্রকৃতির লিলা,
না জানিয়ে বার্তা ভারত খেলল দুষ্টু এ খেলা।
প্রতিবেশী হয়েও তারা বন্ধু হলোনা,
সবকিছু কেড়ে নিয়ে করলো প্রতারনা।

তাদের সাথে পাল্লা দিয়ে,
আমরা করবো বাঁধ।
যত্রতত্র ইচ্ছা করলেই পারবেনা আর হেলা,
সাহস আর শক্তি দিয়ে করব মোকাবেলা।