
ভারতের বাঁধ খুলে দিয়ে,
আকস্মিক বন্যায় আমার দেশ ভাসিয়ে।
সীমানা অধ্যুষিত এগারো জেলা,
সৃষ্টি করা হলো ঢল ও জলের মেলা।
আমাদের ছিলোনা কোন প্রস্তুতি,
সহায় সম্বল জানমাল আর বসতি ।
ভাসিয়েছে গরুবাছুর মানুষজন ,
হাড়িয়েছে যা ছিল মাল পরিজন ।
সংকটে পরে গেল আপনজন,
অভাব খাদ্য পানি জীবনমান।
এখনো চলছে ভয়াবহতার প্লাবণ,
উদ্ধারের এগিয়ে এলো ছাত্র শিক্ষক জনগণ।
এই বাড়ে এই কমে প্রকৃতির লিলা,
না জানিয়ে বার্তা ভারত খেলল দুষ্টু এ খেলা।
প্রতিবেশী হয়েও তারা বন্ধু হলোনা,
সবকিছু কেড়ে নিয়ে করলো প্রতারনা।
তাদের সাথে পাল্লা দিয়ে,
আমরা করবো বাঁধ।
যত্রতত্র ইচ্ছা করলেই পারবেনা আর হেলা,
সাহস আর শক্তি দিয়ে করব মোকাবেলা।