ঢাকা ০৩:৫৬ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দোয়েল পাখি : আব্দুস সাত্তার সুমন 

  • আপডেট সময় : ০২:০৭:৫৪ পিএম, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • ৬৬৬
সাদাকালো দুইটি রং
দোয়েল পাখি ছিল!
ধীরে ধীরে বিলিন এখন
কোথায় তারা গেল?
দোয়েল পাখি দোয়েল পাখি
কথা হবে রাতে,
বনের আকাশ খুঁজে বেড়াই
খাবার নিয়ে হাতে।
নিধন হয়ে যাচ্ছে পাখি
ধরে রাখি তাতে,
ভালোবাসি পশুপাখি
রক্ষা করি যাতে।
জাতীয় পাখি দোয়েল,
ছিল মোদের জানা!
বন্দিশালায় দেখা যায়
চিরিয়াখানা।

দোয়েল পাখি : আব্দুস সাত্তার সুমন 

আপডেট সময় : ০২:০৭:৫৪ পিএম, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
সাদাকালো দুইটি রং
দোয়েল পাখি ছিল!
ধীরে ধীরে বিলিন এখন
কোথায় তারা গেল?
দোয়েল পাখি দোয়েল পাখি
কথা হবে রাতে,
বনের আকাশ খুঁজে বেড়াই
খাবার নিয়ে হাতে।
নিধন হয়ে যাচ্ছে পাখি
ধরে রাখি তাতে,
ভালোবাসি পশুপাখি
রক্ষা করি যাতে।
জাতীয় পাখি দোয়েল,
ছিল মোদের জানা!
বন্দিশালায় দেখা যায়
চিরিয়াখানা।