
পথে হাটে পথে চলে
গান গায় সে রোজ।
পথিক স্বজন গান শোনে
রাখে না তার খোঁজ।
কোথায় বাড়ী কোথায় ঘর
কেউ তো জানে না।
গান শোনে পায় মজা
দেয় তাকে খানা।
খানা খেয়ে পথ চলা
নিত্য দিনের কাজ ।
গানে গানে ড্যান্স দেয়
লাগে না তার লাজ।
পথিকের মন জয় করা
লাগে তার ভালো ।
পথিক কখনো জানতে চায় না
মন কেন তার কালো।
মনের দুঃখে ঘুরে ফিরে
গায় সে গান।
আমরা পথিক খুঁজি না তো
সে যে কি চান?