
আন্দোলনের জোয়ার এখন ঢাকায়
বউ শাশুড়ী চুলোচুলি
অবাক হয়ে দেখে সবাই তাকায়।
চুলোচুলি কেউ থামায় না তাদের
শাহবাগ মোড় আন্দোলন আর
বউ শাশুড়ীর ঝগড়া প্রতিবাদের।
ছাত্র সমাজ সাথে উপদেষ্টা
ভালোবাসার টুনাটুনির
বিবাদ ভাঙ্গতে করেন তারা চেষ্টা।
এমন করে কয়দিন চলবে দেশটা
বউ শাশুড়ী ঝগড়া করে
দিনে দিনে সংসার করবে শেষটা।