
মাগো,ভাত খাবো,
এসো তাড়াতাড়ি,
ক্ষুধার পেটে অবুঝ শিশু,
রুখবো কেমন করি?
দ্বারে দ্বারে ঘুরি তবুও,
মিলে নাতো কাজ,
হাত পেতে খেতে গেলে,
বাধা দেয় লাজ।
পিতাহারা শিশুটির
এতটুকু চাওয়া,
একমুঠো ভাত পেলেই,
সব যেন পাওয়া।
মোর যত স্বপ্ন-সাধ
ছিল তাকে ঘিরে,
অভাবের তাড়নায়
সবই নিল কেড়ে।
কতনা দুঃখ যাতনায়
ঝরায়েছি আঁখিজল,
অনেক সুখের স্বপ্নগুলো,
মোর সাথে করিয়াছে ছল।
যেদিকে তাকাই সবই
প্রাণহীন, মিছে ফাঁকা,
পাথরের চোখসম,
শুধুই চেয়ে থাকা।