
আমি এক মূর্খ কবি
থানা শিবপুর বাড়ি।
আমার লেখা পড়ে যারা
ধরে শুধু আড়ি ।
৬৯ র শহীদ আসাদ
শিবপুরের সন্তান ।
মরেও আসাদ অমর আছে
শহীদ আসাদ কলেজ তার প্রমাণ।
শিবপুর বাসীর অহংকার
মান্নান ভুইয়া জিন্দাবাদ।
মরেও তিনি আছেন অমর
স্মরণ করে জনগণ বার বার।
আছে আরও গুণিজন
লিখব কত নাম ।
গর্বে মোদের বুক ভরে যায়
শুনলে তাদের কাম ।
শিবপুরের মাটি
সোনার চেয়ে খাঁটি ।
কাঁঠাল কলা সবজি
লটকনের ঘাঁটি ।