ঢাকা ০৯:০৬ এএম, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ আবু সাঈদ : আনোয়ার হোসেন

  • আপডেট সময় : ০৯:১০:৪৫ পিএম, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৫৮

 

বীরের বেশে শহীদ হয়ে
হইলা অমর তুমি।
বীর স্রেষ্ট উপাধি পাইলা
কাঁপলো বাংলার ভূমি।

ভাগ্য তোমার অনেক ভালো
আল্লাহ করছে দান।
তোমার নামে স্মৃতি ফলক
রাখলে দেশের মান।

আবু সাইদ শহীদ হইয়া
ইতিহাস করল রচনা।
স্বৈরশাসন ধ্বংস হলো
জয়ের হলো সূচনা।

জয়ের মালা তোমার দান
ইতিহাসে লেখা ।
তোমার ছবি মানব মনে
থাকবে কিন্তু আঁকা।

বাংলার মানুষ করে দোয়া
রাখবে আল্লাহ ভালো ।
তোমার জন্য বাংলার মানুষ
পাইল ফিরে আলো ।

ট্যাগস :

শহীদ আবু সাঈদ : আনোয়ার হোসেন

আপডেট সময় : ০৯:১০:৪৫ পিএম, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

 

বীরের বেশে শহীদ হয়ে
হইলা অমর তুমি।
বীর স্রেষ্ট উপাধি পাইলা
কাঁপলো বাংলার ভূমি।

ভাগ্য তোমার অনেক ভালো
আল্লাহ করছে দান।
তোমার নামে স্মৃতি ফলক
রাখলে দেশের মান।

আবু সাইদ শহীদ হইয়া
ইতিহাস করল রচনা।
স্বৈরশাসন ধ্বংস হলো
জয়ের হলো সূচনা।

জয়ের মালা তোমার দান
ইতিহাসে লেখা ।
তোমার ছবি মানব মনে
থাকবে কিন্তু আঁকা।

বাংলার মানুষ করে দোয়া
রাখবে আল্লাহ ভালো ।
তোমার জন্য বাংলার মানুষ
পাইল ফিরে আলো ।