ঢাকা ০৯:১৩ এএম, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা : মন্দির ভিটা

  • আপডেট সময় : ০৫:২১:১৫ পিএম, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • ৭২০

             প্রত্নতাত্ত্বিকস্থান।। ছবি সংগ্রহীত 

 

আলমগীর হোসেন

প্রাচীন রাজ্যের মন্দির ভিটা
কামরাবো গ্রামে
মোস্তাফিজের উয়ারী সন্ধান
অসম রাজার নামে।

এ নগরে বাস করত
রাজা, ঘোড়া, হাতি
যুদ্ধে সৈন্য বহন করত
তীর বল্লমের আঁটি।

রাজা রাণীর পূর্ব কথা
পাঠ্য বইতে লেখা
মাটির নিচে উয়ারীতে
প্রাসাদ রাস্তার রেখা।

রাজার দেশে রাজার রূপ
ছিলো না তো শেষে
রাজায় রাজায় যুদ্ধে মরণ
তীর বল্লমের বেশে।

প্রাচীন রাজ্যের ধ্বংসাবশেষ
নরসিংদীতে ছিলো
বটেশ্বর হানিফ পাঠান
তাহাই খুঁজে পেলো।

কবিতা : মন্দির ভিটা

আপডেট সময় : ০৫:২১:১৫ পিএম, শনিবার, ১১ নভেম্বর ২০২৩

             প্রত্নতাত্ত্বিকস্থান।। ছবি সংগ্রহীত 

 

আলমগীর হোসেন

প্রাচীন রাজ্যের মন্দির ভিটা
কামরাবো গ্রামে
মোস্তাফিজের উয়ারী সন্ধান
অসম রাজার নামে।

এ নগরে বাস করত
রাজা, ঘোড়া, হাতি
যুদ্ধে সৈন্য বহন করত
তীর বল্লমের আঁটি।

রাজা রাণীর পূর্ব কথা
পাঠ্য বইতে লেখা
মাটির নিচে উয়ারীতে
প্রাসাদ রাস্তার রেখা।

রাজার দেশে রাজার রূপ
ছিলো না তো শেষে
রাজায় রাজায় যুদ্ধে মরণ
তীর বল্লমের বেশে।

প্রাচীন রাজ্যের ধ্বংসাবশেষ
নরসিংদীতে ছিলো
বটেশ্বর হানিফ পাঠান
তাহাই খুঁজে পেলো।