
অভিশাপের তীব্র হদনে পুড়ে যাচ্ছি –
পুড়ে যাচ্ছি অহমিকার করুণ পরিণতিতে
জীবনের স্বপ্ন, জীবনের সাধ, সবই আজ
মহাকালের মহাপ্রলয়ের প্রান্তর।
দুঃখবোধ, অনুভূতিহীন, আমি কতো বর্ষ!
তবুও নগরীর শেষ প্রান্তে আমার বসতি।
কুমারীর প্রথম ঋতুশ্রাবের ভয় জগতময়।
তবুও শেফালী কুড়ায় ভোরবেলায়।
অভিশাপের তীব্র দহন কুড়ে কুড়ে খায় রঙধনু
গভীর খরস্রোতা নদীর তলদেশ ফুড়ে
বেরিয়ে আসে অভিশাপের গরম লাভা
দুঃখ, কষ্ট,তাপ, জ্বালা ভরে যায় ভাতের থালা।
মহাকাশের বজ্রধ্বনি, আমি কান পাতলেই শুনি।
স্বপ্ন, সাধ, আহ্লাদ, অভিশাপের তীব্রতায়
ভেঙ্গে হয় খান খান, ওষ্ঠাগত হৃদয় প্রাণ।
ফিরিয়ে নাও অভিশাপ, মুক্তির আনন্দ দাও।
চিরচেনা পৃথিবীর চেনা গন্ধে গাহন করিয়ে
পরিশুদ্ধতার পরিধিতে, মুক্ত আকাশ দাও
অভিশাপ ফিরিয়ে নাও ফিরিয়ে নাও।