ঢাকা ০৬:০৯ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষান্ত হও | বশির আহমদ 

  • আপডেট সময় : ১১:৫৪:৩৭ পিএম, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • ৫৯৬
দুইশো টাকার কম্বল দিয়ে দানবীর তুমি সাজও
ইহার চেয়ে অধিক ভালো পাটের বস্তার কাজও।
কেনো বলো তামসা করো গরীব লোকের সাথে
এই কম্বলে থাইকা দেখো শীতের কোনো রাতে?
শীতের প্রকোপ বুঝতে পারবে হাড়কাঁপানি জ্বালা
খুলতে পারে হয়তো তোমার  বদ্ধ হৃদয় তালা।
তোমার দানের বস্ত্রে যদি না-ই থাকতে পারো
দানবীর নামের বাহাদুরি আস্তে করে ছাড়ো।
ক্ষান্ত হও ওহে সাহেব, ভাঁওতাবাজি থেকে
কেমন তুমি, এই রূপটা যে সকল লোকেই দেখে?
তবুও ভালো, দিচ্ছে তো গো কম্বল নামের ছালা
শীতের বস্ত্র যারা দেয়নি,  হাড়কিপটে সব শালা!
মাধবপুর, হবিগঞ্জ। 

ক্ষান্ত হও | বশির আহমদ 

আপডেট সময় : ১১:৫৪:৩৭ পিএম, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
দুইশো টাকার কম্বল দিয়ে দানবীর তুমি সাজও
ইহার চেয়ে অধিক ভালো পাটের বস্তার কাজও।
কেনো বলো তামসা করো গরীব লোকের সাথে
এই কম্বলে থাইকা দেখো শীতের কোনো রাতে?
শীতের প্রকোপ বুঝতে পারবে হাড়কাঁপানি জ্বালা
খুলতে পারে হয়তো তোমার  বদ্ধ হৃদয় তালা।
তোমার দানের বস্ত্রে যদি না-ই থাকতে পারো
দানবীর নামের বাহাদুরি আস্তে করে ছাড়ো।
ক্ষান্ত হও ওহে সাহেব, ভাঁওতাবাজি থেকে
কেমন তুমি, এই রূপটা যে সকল লোকেই দেখে?
তবুও ভালো, দিচ্ছে তো গো কম্বল নামের ছালা
শীতের বস্ত্র যারা দেয়নি,  হাড়কিপটে সব শালা!
মাধবপুর, হবিগঞ্জ।