ঢাকা ০৫:৪৪ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আমিত্বে তান্ডব | আব্দুস সোবাহান

  • আপডেট সময় : ১০:২১:০৮ পিএম, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • ৬৮৮

 

বলিষ্ঠ কণ্ঠের বাণী, বারুদের চেয়েও ভয়ংকর।
বলিষ্ঠ কণ্ঠভাষীর জন্য আজো হৃদয় সপে,
সপথের কোলাহলে।
দাবানলের সাথে প্রেমাসক্ত মন,বিজেতা হয়ে ফিরতে।
আমি নির্ভয়, আমি উচ্ছৃঙ্খল, আমি শ্বাপদের ভয়হীন পর্বতারোহী।
আমি দমে যায় নিজের মাঝে, দমাতে পারেনা কোন ভয়।
আমি সমাধি ঘটায় আমার রোমাঞ্চকর সপ্নের।
আমি ধরিহাল উত্তাল ঝড়ে,আমি এগিয়ে যায় উত্তপ্ত মরুরবুকে।
আমি পদ্মার মাঝি,আমি সমুদ্র গভীরে ডোবা মাইন
আমি আমার চলার পথে সাইমুম ঝড়।
আমি অসীম আকাশের মাঝে বুকপাতি, তাই বিশালতা আমাকে চাই।

তারাকান্দা, ময়মনসিংহ

আমিত্বে তান্ডব | আব্দুস সোবাহান

আপডেট সময় : ১০:২১:০৮ পিএম, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

 

বলিষ্ঠ কণ্ঠের বাণী, বারুদের চেয়েও ভয়ংকর।
বলিষ্ঠ কণ্ঠভাষীর জন্য আজো হৃদয় সপে,
সপথের কোলাহলে।
দাবানলের সাথে প্রেমাসক্ত মন,বিজেতা হয়ে ফিরতে।
আমি নির্ভয়, আমি উচ্ছৃঙ্খল, আমি শ্বাপদের ভয়হীন পর্বতারোহী।
আমি দমে যায় নিজের মাঝে, দমাতে পারেনা কোন ভয়।
আমি সমাধি ঘটায় আমার রোমাঞ্চকর সপ্নের।
আমি ধরিহাল উত্তাল ঝড়ে,আমি এগিয়ে যায় উত্তপ্ত মরুরবুকে।
আমি পদ্মার মাঝি,আমি সমুদ্র গভীরে ডোবা মাইন
আমি আমার চলার পথে সাইমুম ঝড়।
আমি অসীম আকাশের মাঝে বুকপাতি, তাই বিশালতা আমাকে চাই।

তারাকান্দা, ময়মনসিংহ