ঢাকা ০৫:৫৫ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পূর্ণিমার চাঁদ || হানিফ রাজা

  • আপডেট সময় : ১২:৪৬:২৭ এএম, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • ৬৪৪

৭ম বিবাহবার্ষিকীতে গিন্নিকে উৎসর্গ 

 

তুমি আমার হৃদের বাগে
প্রস্ফুটিত এক ফুল,
এই জগতে তোমায় পেয়ে
পাই যে নদীর কূল।

তুমি আমার শক্তি সাহস
বুঝে না আর কেউ,
প্রেমের সাগর পাড়ি দিতে
উঠে সুখের ঢেউ।

তোমার রূপে পাগলপারা
স্বপ্নে থাকি ঘোর,
অন্ধকারে দেখি আলো
আসবে নতুন ভোর।

সুখ সাগরে ভেসে বেড়াই
দেখে তোমার মুখ,
তোমায় দেখে মনের ঘরের
কাটে সকল দুখ।

তুমি আমার আন্ধার রাতের
পূর্ণিমারই চাঁদ,
এই জীবনে ভালোবাসার
দেওনি কোন খাদ।

পূর্ণিমার চাঁদ || হানিফ রাজা

আপডেট সময় : ১২:৪৬:২৭ এএম, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

৭ম বিবাহবার্ষিকীতে গিন্নিকে উৎসর্গ 

 

তুমি আমার হৃদের বাগে
প্রস্ফুটিত এক ফুল,
এই জগতে তোমায় পেয়ে
পাই যে নদীর কূল।

তুমি আমার শক্তি সাহস
বুঝে না আর কেউ,
প্রেমের সাগর পাড়ি দিতে
উঠে সুখের ঢেউ।

তোমার রূপে পাগলপারা
স্বপ্নে থাকি ঘোর,
অন্ধকারে দেখি আলো
আসবে নতুন ভোর।

সুখ সাগরে ভেসে বেড়াই
দেখে তোমার মুখ,
তোমায় দেখে মনের ঘরের
কাটে সকল দুখ।

তুমি আমার আন্ধার রাতের
পূর্ণিমারই চাঁদ,
এই জীবনে ভালোবাসার
দেওনি কোন খাদ।