ঢাকা ০৯:৪২ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিজয় ডিসেম্বর : আসাদুজ্জামান খান মুকুল

  • আপডেট সময় : ০৫:১১:৫৪ পিএম, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • ৬৭৪

 

দেশের তরে লড়াই করে মুক্তি সেনা দল,
হায়েনাদের করছে তাড়া বক্ষে নিয়ে বল!

স্বাধীনতার স্বাধ ভুগিতে করেছে তাঁরা পণ!
মায়ের কোলে আসন নিয়ে রইতে অনু-ক্ষণ।

দেশের তরে তাইতো তাঁরা অস্ত্র নিয়ে হাতে,
তুমুল রণে জড়িয়ে গেল হায়েনাদের সাথে।

বীর বাঙালি উঠছে জ্বলে জীবন বাজি রেখে,
পাক বাহিনী হতভম্ভ তাঁদের প্রীতি দেখে !

লাখো দামাল প্রাণ দিয়েছে স্বাধীনতার তরে,
মা-বোনেরাও মান হারিয়ে বিজয় আনে ঘরে!

মুক্তি সেনা রক্ত দিয়ে মুক্ত করে দেশ,
লাল-সবুজে পতাকা আজ উড়ছে দেখো বেশ!

ডিসেম্বরে ষোল তারিখ বিজয় এলো ঘরে,
মাগো তোমার রূপ যে আজি দেখি নয়ন ভরে !

তোমারি মান রাখতে মাগো দিলেন যাঁরা প্রাণ,
যুগে যুগেই গাইবো মোরা তাঁদের জয়-গান!!

বিজয় ডিসেম্বর : আসাদুজ্জামান খান মুকুল

আপডেট সময় : ০৫:১১:৫৪ পিএম, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

 

দেশের তরে লড়াই করে মুক্তি সেনা দল,
হায়েনাদের করছে তাড়া বক্ষে নিয়ে বল!

স্বাধীনতার স্বাধ ভুগিতে করেছে তাঁরা পণ!
মায়ের কোলে আসন নিয়ে রইতে অনু-ক্ষণ।

দেশের তরে তাইতো তাঁরা অস্ত্র নিয়ে হাতে,
তুমুল রণে জড়িয়ে গেল হায়েনাদের সাথে।

বীর বাঙালি উঠছে জ্বলে জীবন বাজি রেখে,
পাক বাহিনী হতভম্ভ তাঁদের প্রীতি দেখে !

লাখো দামাল প্রাণ দিয়েছে স্বাধীনতার তরে,
মা-বোনেরাও মান হারিয়ে বিজয় আনে ঘরে!

মুক্তি সেনা রক্ত দিয়ে মুক্ত করে দেশ,
লাল-সবুজে পতাকা আজ উড়ছে দেখো বেশ!

ডিসেম্বরে ষোল তারিখ বিজয় এলো ঘরে,
মাগো তোমার রূপ যে আজি দেখি নয়ন ভরে !

তোমারি মান রাখতে মাগো দিলেন যাঁরা প্রাণ,
যুগে যুগেই গাইবো মোরা তাঁদের জয়-গান!!