
পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি
শক্ত হাতে ছিন্ন হাল ধরে পাল,
প্রাণপণে বেয়ে যাবো মম তরী
মিলবে পাড় পাবো তীরের নাগাল।
বিশ্বাসের হৃদয় বেয়ে করলো যে –
ভেঙে যাওয়া ক্ষতবিক্ষত হৃদয়ের পারাপার,
শত ঝড় বাধা বিপত্তি বয়ে –
সেও হলো না প্রিয় –
ভালবাসার উপযুক্ত দাবিদার।
ভুলতে যাওয়ার চেষ্টায় দুর্বল ভেবে স্মৃতিশক্তি,
স্মৃতি কতটা শক্তিশালী বুঝিয়ে দিল অনুভূতি।
যেমন ছেড়ে দেওয়া কঠিন সব ধরনের নেশা
তেমনি সম্পর্ক ও ভালোবাসার,
সব নেশাই হয় কি উপভোগ্য!
হৃদয়ের তানপুরায় ভৈরবী সুরের ঢেউ
তুলেও হয় আমৃত্যু ভালোবাসার।
দেয়ালে ঝুলানো শুধু ছবির প্রশংসা
বহনকারী পেরেকের নেই মূল্যায়ন
থাকে সর্বদা আড়ালে আবডালে,
জীবন কেটে যায় জীবনের নিয়মে
স্বপ্নগুলো পড়ে রয় অপূর্ণতার খেয়ালে।