বিজয়ের জন্য ফোটে ফুল
বিজয়ের জন্যে ফল।
ফসলের সোনালী হাসি
রোদে ঝলমল।
বিজয়ের জন্য বাবুই আজ
বাসা বাঁধে তালগাছে।
বিজয়ের খুশিতে পদ্মার,
জলে ইলিশ ভাসে।
বিজয়ের জন্য আজ বসন্তে
ফোটে কৃষ্ণচূড়া – শিমুল।
বিজয়ের জন্যই ন’মাস
যুদ্ধ বেঁধেছিল তুমুল।
বিজয়ের জন্য মৌমাছির গুনগুন,
ভ্রমরের ডাক, সকলেই মোরা করিব দোয়া।
দেশ প্রেম নিয়ে শহীদরা আজ
কবরে সুখে থাক, সুখে থাক।