ঢাকা ০৯:৩৪ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

তুই যে অসুখ : আব্দুল্লাহ আল মামুন রিটন

  • আপডেট সময় : ০৯:২৮:১৬ পিএম, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • ৮০৪

 

আজ কি ভীষণ যন্ত্রণা যে তুই
রক্তে ফোঁটা টগবগে যেন দুখ৷
জীবনের ব্যাপক অপ্রাপ্তি তুই
হতাশা জড়ানো তুই একটি মুখ৷
যতবার পড়ে মনে বুকটা ফাটে
প্রচণ্ড দহনে তুই অন্তরে বিদ্রুপ।

নিজস্ব স্বপ্ন থেকে গেছে ব্যক্তিগত
দেসনি সারা ফেরালি তুই ক্রমাগত।
তবুও স্বপ্ন দেখি, স্বপ্ন আঁকি, রঙবেরঙ
নির্বাক তুই স্বভাবে থাক যতই নিশ্চুপ।
পৃথিবীর বুকে যদি একটিও মুখ চাই
সে চাওয়া তোরটাই, এই হৃৎপিণ্ড উন্মুখ।

এত ভালোবেসে তবুও সুখ না হয়ে তুই
হয়ে গেছিস অশ্রু ফোঁটা হাজার অযুত।
হয়ে গেছিস কাটা ছেঁড়া টুকরো অন্তর
না পাওয়ার হতাশা আঁকা বিবর্ণ মুখ।
এত কিছু কষ্ট যে তুই তবুও ভালোবাসি,
যদিও তুই জ্বালাময়ী এক ভীষণ অসুখ।

তবুও ছাড়িনি তোকে এখনও বন্ধু
স্মরণে বেঁধেছি মরমের কিছু সুখ ৷
এত জ্বলি এত যে আমি পুড়তে থাকি
তবুও তুই আমার এখনও আশা ভরা বুক৷
জানা আছে হবে না সমাধান কিছুই
হবে না পাওয়া তবুও তোকেই ভেবে সুখ।

তুই যে অসুখ : আব্দুল্লাহ আল মামুন রিটন

আপডেট সময় : ০৯:২৮:১৬ পিএম, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

 

আজ কি ভীষণ যন্ত্রণা যে তুই
রক্তে ফোঁটা টগবগে যেন দুখ৷
জীবনের ব্যাপক অপ্রাপ্তি তুই
হতাশা জড়ানো তুই একটি মুখ৷
যতবার পড়ে মনে বুকটা ফাটে
প্রচণ্ড দহনে তুই অন্তরে বিদ্রুপ।

নিজস্ব স্বপ্ন থেকে গেছে ব্যক্তিগত
দেসনি সারা ফেরালি তুই ক্রমাগত।
তবুও স্বপ্ন দেখি, স্বপ্ন আঁকি, রঙবেরঙ
নির্বাক তুই স্বভাবে থাক যতই নিশ্চুপ।
পৃথিবীর বুকে যদি একটিও মুখ চাই
সে চাওয়া তোরটাই, এই হৃৎপিণ্ড উন্মুখ।

এত ভালোবেসে তবুও সুখ না হয়ে তুই
হয়ে গেছিস অশ্রু ফোঁটা হাজার অযুত।
হয়ে গেছিস কাটা ছেঁড়া টুকরো অন্তর
না পাওয়ার হতাশা আঁকা বিবর্ণ মুখ।
এত কিছু কষ্ট যে তুই তবুও ভালোবাসি,
যদিও তুই জ্বালাময়ী এক ভীষণ অসুখ।

তবুও ছাড়িনি তোকে এখনও বন্ধু
স্মরণে বেঁধেছি মরমের কিছু সুখ ৷
এত জ্বলি এত যে আমি পুড়তে থাকি
তবুও তুই আমার এখনও আশা ভরা বুক৷
জানা আছে হবে না সমাধান কিছুই
হবে না পাওয়া তবুও তোকেই ভেবে সুখ।