ঢাকা ০৯:৪২ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ বুদ্ধিজীবী : হানিফ রাজা

  • আপডেট সময় : ০২:২৫:৫৩ পিএম, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • ৬০১

ছবি : সংগৃহীত

 

 

মুক্তিযুদ্ধের শেষের দিকে
হেরেই গেছে বুঝে,
মেধাশূন্য করতে বাংলা
বুদ্ধিজীবী খুঁজে।

বুদ্ধিজীবী হত্যার মিশন
গভীর রাতে চলে,
ডিসেম্বরের চৌদ্ধ তারিখ
চালায় পাকির দলে।

ঘাতকের দল রাজাকাররা
ওদের সাথে থেকে,
গুলি করে হত্যা করে
চক্ষু তাদের ঢেকে।

বুদ্ধিজীবী সন্তানেরা
বাংলার সোনার ছেলে,
দেশ স্বাধীনের তরে তারা
রক্ত দিলো ঢেলে।

শহীদ যত বুদ্ধিজীবী
শ্রদ্ধাভরে স্মরি,
সোনার বাংলা গড়তে আবার
এসো কলম ধরি।

শহীদ বুদ্ধিজীবী : হানিফ রাজা

আপডেট সময় : ০২:২৫:৫৩ পিএম, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

ছবি : সংগৃহীত

 

 

মুক্তিযুদ্ধের শেষের দিকে
হেরেই গেছে বুঝে,
মেধাশূন্য করতে বাংলা
বুদ্ধিজীবী খুঁজে।

বুদ্ধিজীবী হত্যার মিশন
গভীর রাতে চলে,
ডিসেম্বরের চৌদ্ধ তারিখ
চালায় পাকির দলে।

ঘাতকের দল রাজাকাররা
ওদের সাথে থেকে,
গুলি করে হত্যা করে
চক্ষু তাদের ঢেকে।

বুদ্ধিজীবী সন্তানেরা
বাংলার সোনার ছেলে,
দেশ স্বাধীনের তরে তারা
রক্ত দিলো ঢেলে।

শহীদ যত বুদ্ধিজীবী
শ্রদ্ধাভরে স্মরি,
সোনার বাংলা গড়তে আবার
এসো কলম ধরি।