
মানুষ গড়ার কারিগর আজ হচ্ছে অসম্মান
নামে শুধু সুশীল সমাজ নেই কোন মান!
সমাজনীতি ন্যায়- নিষ্ঠা নেই আদর্শ
গুরুজনরা পাচ্ছে লাজ তাই অবিরত।
আদব – কায়দা নিয়মনীতি নেই আগের মত
সমাজ হচ্ছে অধঃপতন ক্ষত- বিক্ষত!
পিতা মাতার গুরুজন আজ হচ্ছে নির্যাতিত
সুশিক্ষার অভাব তাই হচ্ছে কুশিক্ষিত।
উতালপাতাল ভালোবাসা সন্তানের জন্য
শিক্ষক করিলে শাসন তখন হয় ক্ষুগ্ন!
আবেগের ভালোবাসার ফলাফল হয়
পিতা- মাতা বৃদ্ধাশ্রম সন্তান ঘরে রয়।
সন্তানের প্রতি ভালোবাসা আবেগের নয়
কলিজায় ভালোবাসা চাপা দিতে হয়!
শিক্ষক গুরুজন করিলে শ্বাসন
পিতা- মাতা হবে খুশি মানুষত্বের মন।
তাহারি এক নিদর্শন বাদশাহ আলম
শিক্ষক মৌলবী কে বানিয়েছেন বীর!!
শিক্ষক পিতার মতো জেনে রাখি সবে
তাদের দোয়ায় একদিন অনেক বড় হবে!
শিক্ষক পিতা- মাতা যত গুরুজন
আজ হতে করব সম্মান করি আমি পণ।