ঢাকা ১১:১০ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নববর্ষ : মাহিন মুর্তাজা 

  • আপডেট সময় : ১০:১২:২২ পিএম, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • ৫৮১
জুলীয় বর্ষপঞ্জির অধীনে জানুয়ারির হলো উৎপত্তি
বছরের পহেলা দিন যেন স্নিগ্ধতায় কাটে, বিলীন হয় বিপত্তি।
আলোকসজ্জায় সজ্জিত ভুবন, নতুনত্বের আগমনে
ফুল-পাখিরাও গেয়ে উঠে গান, গভীর অরণ্যে।
মুছে যাক কালপ্রিটের নকশা, নববর্ষের কোলাহলে
প্রথম দিনই আলোকিত হউক, দুঃশাসক যাক বিফলে।
নবরুপে অঙ্কিত হউক ভুবনের চিত্র, দক্ষ হস্তের ছোঁয়ায়
ভেদাভেদ ভুলে মিশে যাক সবাই, ভালোবাসার মায়ায়।
নতুন বস্র, নতুন সাজে করে সবাই পণ
মনুষ্যত্বের কাছে যেন কেউ, হয় না কখনো কৃপণ।
ভালোবাসার স্নিগ্ধতায় সতেজ হউক ধরা
শেষ পঞ্জিকায়ও যেন অটুট থাকে চলতি প্রেমের ধারা।

নববর্ষ : মাহিন মুর্তাজা 

আপডেট সময় : ১০:১২:২২ পিএম, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
জুলীয় বর্ষপঞ্জির অধীনে জানুয়ারির হলো উৎপত্তি
বছরের পহেলা দিন যেন স্নিগ্ধতায় কাটে, বিলীন হয় বিপত্তি।
আলোকসজ্জায় সজ্জিত ভুবন, নতুনত্বের আগমনে
ফুল-পাখিরাও গেয়ে উঠে গান, গভীর অরণ্যে।
মুছে যাক কালপ্রিটের নকশা, নববর্ষের কোলাহলে
প্রথম দিনই আলোকিত হউক, দুঃশাসক যাক বিফলে।
নবরুপে অঙ্কিত হউক ভুবনের চিত্র, দক্ষ হস্তের ছোঁয়ায়
ভেদাভেদ ভুলে মিশে যাক সবাই, ভালোবাসার মায়ায়।
নতুন বস্র, নতুন সাজে করে সবাই পণ
মনুষ্যত্বের কাছে যেন কেউ, হয় না কখনো কৃপণ।
ভালোবাসার স্নিগ্ধতায় সতেজ হউক ধরা
শেষ পঞ্জিকায়ও যেন অটুট থাকে চলতি প্রেমের ধারা।