
লোগো : সংগৃহীত
নতুন বছর আসছে ধরায়
লাগছে অনেক ভালো,
নতুন ভোরের আলো,
মনের গ্লানি মুছে সবাই
জ্বালাও সুখের আলো।
যাবে বছর আসবে বছর
রইবে জমা স্মৃতি,
বিবাদ কেটে এই বছরে
বাজুক মনে প্রীতি।
কত ছিলো চাওয়া পাওয়া
পূরণ হয়নি কিছু,
সময় নামের রেলগাড়িটা
ছুটছে সবার পিছু।
পুরাতন সব জরা-গ্লানি
মুছে ফেলি সবে,
সম্প্রীতি আর ভালোবাসায়
থাকবো মিলে ভবে।
তেইশ সালটা যাচ্ছে চলে
আর কটা দিন বাকি,
চব্বিশ সালকে করতে বরণ
নব স্বপ্ন আঁকি।