
ধরার বুকে নিয়েছি জন্ম,আমি এক অধর্ম
আমার দ্বারায় হয়েছে কেবল,কাজ জগন্য!
আমার মাঝে নেয়,কোনো শৃঙ্খলা
নেয় কোনো দয়া মায়া,নেয় মনোহরতা।
আমায় কেবল করেছে, সবাই সম্মার্জনী
সমাজ রাষ্ট্রের কাছে,তুচ্ছ ব্যাক্তি আমি!
আমার আগমনে, হননা কেহই খুশি
এ ধরার বুকে আমি যে,এক মহাপাপী।
এ জগৎ নিশার স্বপনে, ছুটছে কত মরদ
ধান্দাবাজি করে, লুটেছে কত সনদ!
তবুও ধরার বুকে, আমি পাপী
আমি ঋণী,কূলে এই ধরণী ।