ঢাকা ১১:৩৮ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সুসজ্জিত ঠিকানা : আব্দুল্লাহ আল মামুন রিটন

  • আপডেট সময় : ০৯:৩৩:৫৮ পিএম, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
  • ৬৬৭

 

চল্লিশ সূর্য চক্রে যে পূর্ণতা পেয়েছে এই হৃৎপিণ্ড টা
সেই হৃৎপিণ্ডে মৃগকস্তুরিকাটাও আজও যৌবনপ্রাপ্ত।
তুমি সে সুবাস পাবে না কখনোই ঐ দূরত্বে দাঁড়িয়ে
তোমার সর্দিটা বারো মাস, ঠান্ডাটাও ঘর ছাড়ে না।

আমি যে কতটা রঙিন করে রেখেছি নিজস্ব আসমান
সেটা দেখতে পাবে না ওখানে দাঁড়িয়ে, কখনো স্পর্শও না
অথচ একবার দেখলে স্পর্শ করলেই জেনে যেতে তুমি
এটা কৃত্রিম নয়, অকৃত্রিম, নক্ষত্রের আলোয় সাজানো।

তোমার দূরত্ব, তোমার আমিত্ব, তোমার চোখের উচ্চতা
এ বর্ণিল পৃথিবীর দেখা পাক বা না পাক, এটা সবুজ
সুসজ্জিত আপন রঙে, ফুলে, আপন বর্ণে ও উচ্চারণে
এখানে ভালোবাসার বুদ্বুদ ওঠে সেটাও অকৃত্রিম ঐশ্বরিক।

একটু নিচুতে নেমে যদি আমার চিবুকের দিকে তাকাতে
দেখতে পেতে ভালোবাসার হীরক কী অসাধারণ ভাবে জ্বলছে

বুকের ওঠানামায় শুনতে পেতে ভালোবাসার নতুন শব্দ
চিনতে পারতে পৃথিবীর সব থেকে আপন ঠিকানাকে।

সুসজ্জিত ঠিকানা : আব্দুল্লাহ আল মামুন রিটন

আপডেট সময় : ০৯:৩৩:৫৮ পিএম, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪

 

চল্লিশ সূর্য চক্রে যে পূর্ণতা পেয়েছে এই হৃৎপিণ্ড টা
সেই হৃৎপিণ্ডে মৃগকস্তুরিকাটাও আজও যৌবনপ্রাপ্ত।
তুমি সে সুবাস পাবে না কখনোই ঐ দূরত্বে দাঁড়িয়ে
তোমার সর্দিটা বারো মাস, ঠান্ডাটাও ঘর ছাড়ে না।

আমি যে কতটা রঙিন করে রেখেছি নিজস্ব আসমান
সেটা দেখতে পাবে না ওখানে দাঁড়িয়ে, কখনো স্পর্শও না
অথচ একবার দেখলে স্পর্শ করলেই জেনে যেতে তুমি
এটা কৃত্রিম নয়, অকৃত্রিম, নক্ষত্রের আলোয় সাজানো।

তোমার দূরত্ব, তোমার আমিত্ব, তোমার চোখের উচ্চতা
এ বর্ণিল পৃথিবীর দেখা পাক বা না পাক, এটা সবুজ
সুসজ্জিত আপন রঙে, ফুলে, আপন বর্ণে ও উচ্চারণে
এখানে ভালোবাসার বুদ্বুদ ওঠে সেটাও অকৃত্রিম ঐশ্বরিক।

একটু নিচুতে নেমে যদি আমার চিবুকের দিকে তাকাতে
দেখতে পেতে ভালোবাসার হীরক কী অসাধারণ ভাবে জ্বলছে

বুকের ওঠানামায় শুনতে পেতে ভালোবাসার নতুন শব্দ
চিনতে পারতে পৃথিবীর সব থেকে আপন ঠিকানাকে।