ঢাকা ০৪:২০ এএম, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দুখের সনেট : মোহাম্মদ তাজুল ইসলাম

  • আপডেট সময় : ০৩:০৮:১৫ পিএম, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • ৫৯৯

 

দাদা পরদাদা আর বাপ চাচা ভাই,
অবশেষে এইখানে নিয়েছেন ঠাঁই।
কতশত খুনসুটি কাদা হাসি-খেলা,
চলে গেছে ছেড়ে দিয়ে সাজানো এ মেলা।
জীবনের লেনদেন চুকে দিয়ে সব,
শুয়ে আছে কবরের ভিতরে নীরব।
মনে পড়ে, ব্যথা জাগে, প্রিয় লোক গুলো,
কালের করাল গ্রাসে হয়ে গেছে ধুলো।

দোয়াকরি জান্ নাতি হয় যেনো তারা,
সুখে থাক ধরনীর বেঁচে আছে যারা।
জিয়ারতে এসে আজ করছি স্মরণ,
কোনদিন হয় জানি আমার মরণ।
অতিপ্রিয় মুখগুলো শুয়ে যেইখানে,
অন্তিম শয়ন যেন হয় এই খানে।

দুখের সনেট : মোহাম্মদ তাজুল ইসলাম

আপডেট সময় : ০৩:০৮:১৫ পিএম, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

 

দাদা পরদাদা আর বাপ চাচা ভাই,
অবশেষে এইখানে নিয়েছেন ঠাঁই।
কতশত খুনসুটি কাদা হাসি-খেলা,
চলে গেছে ছেড়ে দিয়ে সাজানো এ মেলা।
জীবনের লেনদেন চুকে দিয়ে সব,
শুয়ে আছে কবরের ভিতরে নীরব।
মনে পড়ে, ব্যথা জাগে, প্রিয় লোক গুলো,
কালের করাল গ্রাসে হয়ে গেছে ধুলো।

দোয়াকরি জান্ নাতি হয় যেনো তারা,
সুখে থাক ধরনীর বেঁচে আছে যারা।
জিয়ারতে এসে আজ করছি স্মরণ,
কোনদিন হয় জানি আমার মরণ।
অতিপ্রিয় মুখগুলো শুয়ে যেইখানে,
অন্তিম শয়ন যেন হয় এই খানে।