ঢাকা ০৪:০৪ এএম, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিনা তারের বীণ : মাহমুদা আঞ্জুমান

  • আপডেট সময় : ০৪:১৪:০৭ পিএম, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • ৫৭৮

 

হাতটা ধরো যদি আমার
হিম কুয়াশার দিন,
বাজবে জেনো বুকের ভেতর
বিনা তারের বীণ।

সর্ষে খেতের ফুলের শোভা
টানে আমার মন,
মনের ঘরের রাজা করে
হাঁটবো সারাক্ষণ।

পড়তি বেলায় শীত জড়িয়ে
আনবো ডেকে রাত,
খোলা মাঠে রাত পোহাবে
হাতে রেখে হাত।

নিকষ কালো সময়টুকু
যখন হবে শেষ,
মিষ্টি রোদের আলিঙ্গনে
জ্বলবে শিশির বেশ।

এমন স্মৃতি পসরা নিয়ে
দিয়ো সুখের ঘুম,
তোমার মুখে পড়ুক এসে
চাঁদ জোছনার চুম।

বিনা তারের বীণ : মাহমুদা আঞ্জুমান

আপডেট সময় : ০৪:১৪:০৭ পিএম, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪

 

হাতটা ধরো যদি আমার
হিম কুয়াশার দিন,
বাজবে জেনো বুকের ভেতর
বিনা তারের বীণ।

সর্ষে খেতের ফুলের শোভা
টানে আমার মন,
মনের ঘরের রাজা করে
হাঁটবো সারাক্ষণ।

পড়তি বেলায় শীত জড়িয়ে
আনবো ডেকে রাত,
খোলা মাঠে রাত পোহাবে
হাতে রেখে হাত।

নিকষ কালো সময়টুকু
যখন হবে শেষ,
মিষ্টি রোদের আলিঙ্গনে
জ্বলবে শিশির বেশ।

এমন স্মৃতি পসরা নিয়ে
দিয়ো সুখের ঘুম,
তোমার মুখে পড়ুক এসে
চাঁদ জোছনার চুম।