ঢাকা ০৪:২০ এএম, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

থাকে যারা বস্তিতে : আসাদুজ্জামান খান মুকুল

  • আপডেট সময় : ০৯:৩৮:১৭ পিএম, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • ৭৮৪

 

শীতের বুড়ি খুবই নিষ্ঠুর
নাই যে তারই মমতা,
রুদ্র রূপে দেখিয়ে যায়
তার প্রচণ্ড ক্ষমতা।

হিমেল বায়ু সঙ্গী করে
কাঁপন ধরায় অস্থিতে,
দিন-রজনী কষ্টে ভোগে
থাকে যারা বস্তিতে।

ছিন্ন বস্ত্র গায়ে এদের
শীত ফেরানোর নাই কম্বল,
ভাঙ্গা ঘরে রাত্রি কাটায়
ছেঁড়া কাঁথাই হয় সম্বল।

অন্নের খোঁজে হন্যে হয়ে
ঠাণ্ডাতে যায় বাহিরে,
রোগব্যাধি তাই ঘিরে ধরে
বাঁচার উপায় নাহি-রে।

এসি ঘরে সারাবছর
থাকেন যারা সুখেতে,
দৃষ্টি রাখেন তাদের প্রতি
আছে যারা দুখেতে!

থাকে যারা বস্তিতে : আসাদুজ্জামান খান মুকুল

আপডেট সময় : ০৯:৩৮:১৭ পিএম, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪

 

শীতের বুড়ি খুবই নিষ্ঠুর
নাই যে তারই মমতা,
রুদ্র রূপে দেখিয়ে যায়
তার প্রচণ্ড ক্ষমতা।

হিমেল বায়ু সঙ্গী করে
কাঁপন ধরায় অস্থিতে,
দিন-রজনী কষ্টে ভোগে
থাকে যারা বস্তিতে।

ছিন্ন বস্ত্র গায়ে এদের
শীত ফেরানোর নাই কম্বল,
ভাঙ্গা ঘরে রাত্রি কাটায়
ছেঁড়া কাঁথাই হয় সম্বল।

অন্নের খোঁজে হন্যে হয়ে
ঠাণ্ডাতে যায় বাহিরে,
রোগব্যাধি তাই ঘিরে ধরে
বাঁচার উপায় নাহি-রে।

এসি ঘরে সারাবছর
থাকেন যারা সুখেতে,
দৃষ্টি রাখেন তাদের প্রতি
আছে যারা দুখেতে!