
রোহিত : মা কেমন আছ?ওষুধপাতি ঠিকমত খাচ্ছ ত?
মা:বাবা এসেছিস? আয় তোকে মনটা ভরে দেখি।
রোহিত : দেখ মা,দেখ।তবে মা,খাবার,ওষুধ ঠিকমত খেতে হবে।সকাল-বিকাল যতটুকু পার হাঁটা-চলা করতে হবে,নইলে তোমার চান্দুকে আর বেশি দিন দেখতে পাবেনা।তখন কি হবে মা?
মা:উহু,হা হা,হাউমাউ করে উঠল।
রোহিত :এটা তোমাকে এমনিই বলেছি, মা।তোমার তো ওষুধ মনে হয় শেষ হয়ে গেছে, মা।দেখি,কোথায় রেখেছ, মা?হায়!হায়!তুমি তো তিন দিন ওষুধ খাওয়ার পর আর খাওনি।
মা: তিন দিন পর ভালো হয়ে গেছি,বাবা!আবার অসুখ হইলে খাইয়াম নে!তোর টাকা গুলি নষ্ট কইরা লাভ নাই,বাবা!