
কুহেলিকা উত্তরী গায়
পরশ কুঁড়ি ফুলে,
শুভ্র ছোঁয়া হিম পবনে
শিহরণে দুলে।
আবীর মেখে পুংকেশরে
পরাগরেণু থাকে,
বাসন্তী এই উৎসবে’তে
অলি বৃক্ষের শাখে।
মিহির আলোয় হলদে রঙে
অরণ্য আজ সাজে,
রঙের ছটায় সবুজ বদন
রুমাল মুখে লাজে।
হিঙুল ভাঁজে শিমুল পলাশ
প্রেম জোয়ারে ভাসে,
বধূ সেজে তিলক ফোঁটায়
প্রকৃতিতে আসে।
বাহারী সুর বিহগ গানে
যেনো শ্যামের বাঁশি,
উতলা হয় নতুন বাসর
ফাগুন গয়া কাশী।