
জানি তুমি আসবেনা
তবু প্রতীক্ষায় ছিলাম সারাটি বেলা,
প্রখর রুদ্রের তাপদাহে
আমি জ্বলে সয়েছি সে জ্বালা।
আমি জানতাম তুমি আসবেনা
তবু স্বপ্ন দেখতে ভুল করিনি,
আলপনায় রাঙিয়েছি মনের ক্যানভাস
কল্পনায় সাজিয়েছি ধরণী।
জানি অপেক্ষার শেষ প্রহরেও তুমি আসবেনা
শূণ্যতায় ডুবাবে আমায়,
হৃদয়ে রক্তক্ষরণ হবে জেনেও
চুপটি করে বসে ছিলাম তোমার আশায়!
তুমি আসবেনা জেনেও আমি
সিগারেটে বার বার দিয়েছি সুখ টান,
ভালোলাগার অনুভূতিতে শিহরিত হয়েছি
মন ছিলো আমার আনচান।
অবশেষে তুমি এলেনা
আঁধারে ফিরেছি বাড়ি,
তুমি কখনোই আসবেনা জানি
কারণ তুমি মানুষরূপী নীল পরী।