ঢাকা ১১:৩৮ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিয়াদ : ওয়ালী উল্লাহ্

  • আপডেট সময় : ০২:৩৫:৩৮ পিএম, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • ৮৩৫

 

ক্ষমা করো ওগো প্রভূ
তুমি রহিম রহমান,
গুনাগার পাপী আমি
তুমি মহান মহিয়ান।

অন্তর্যামী খোদা তুমি
তুমি সর্বশক্তিমান,
তোমারি গোলাম আমি
গাহি তোমারি গুনগান।

দু-জাহানে রক্ষা করো
ওগো প্রভূ দয়াবান,
গোপনে করেছি পাপ
আখেরে করো না অপমান।

দয়ার সাগর তুমি খোদা
নাহি দয়ার পরিমান,
পাপিষ্ঠ বান্দা আমি
আমাতে করো না অভিমান।

কবুল করো ফরিয়াদ প্রভূ
মোরে ক্ষমা করো দান,
পাগল আমি গাহি যেনো
তোমার নামের শান।

ফরিয়াদ : ওয়ালী উল্লাহ্

আপডেট সময় : ০২:৩৫:৩৮ পিএম, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

 

ক্ষমা করো ওগো প্রভূ
তুমি রহিম রহমান,
গুনাগার পাপী আমি
তুমি মহান মহিয়ান।

অন্তর্যামী খোদা তুমি
তুমি সর্বশক্তিমান,
তোমারি গোলাম আমি
গাহি তোমারি গুনগান।

দু-জাহানে রক্ষা করো
ওগো প্রভূ দয়াবান,
গোপনে করেছি পাপ
আখেরে করো না অপমান।

দয়ার সাগর তুমি খোদা
নাহি দয়ার পরিমান,
পাপিষ্ঠ বান্দা আমি
আমাতে করো না অভিমান।

কবুল করো ফরিয়াদ প্রভূ
মোরে ক্ষমা করো দান,
পাগল আমি গাহি যেনো
তোমার নামের শান।