ঢাকা ১১:৩৮ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বন্যা এলেই আতঙ্ক : আব্দুস সাত্তার সুমন

  • আপডেট সময় : ১০:০১:১২ পিএম, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • ৬২৯
রিমঝিমিয়ে বৃষ্টি ঝরে
মেঘলা এলো যাত্রী,
হচ্ছে বলেই আকাশ কালো
সকাল দুপুর রাত্রি।
কাদামাটি হাটবাজারে
হইচই নদী-নালা!
কালবৈশাখীর জলোচ্ছ্বাসে
গরিব দুঃখীর জ্বালা।
বাড়ির পাশে পুকুর ঘাটে
নোঙর ভিরাই হাটে,
ব্যাঙের ধ্বনি শুনছি বসে
খা খা করে মাঠে।
সুযোগ পেয়ে দাম বাড়াবে
অসৎ কর্মী মালিক,
বন্যা হলেই আতঙ্কে আজ
ক্ষুদ্র মানব শালিক।

বন্যা এলেই আতঙ্ক : আব্দুস সাত্তার সুমন

আপডেট সময় : ১০:০১:১২ পিএম, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
রিমঝিমিয়ে বৃষ্টি ঝরে
মেঘলা এলো যাত্রী,
হচ্ছে বলেই আকাশ কালো
সকাল দুপুর রাত্রি।
কাদামাটি হাটবাজারে
হইচই নদী-নালা!
কালবৈশাখীর জলোচ্ছ্বাসে
গরিব দুঃখীর জ্বালা।
বাড়ির পাশে পুকুর ঘাটে
নোঙর ভিরাই হাটে,
ব্যাঙের ধ্বনি শুনছি বসে
খা খা করে মাঠে।
সুযোগ পেয়ে দাম বাড়াবে
অসৎ কর্মী মালিক,
বন্যা হলেই আতঙ্কে আজ
ক্ষুদ্র মানব শালিক।