ঢাকা ০৯:৪৭ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

তোমায় আমি পেয়ে গেলে : নজির মোড়ল

  • আপডেট সময় : ০৫:১৩:২৪ পিএম, রবিবার, ৩০ জুন ২০২৪
  • ৬৫১

 

বৃষ্টি পেলে তৃষ্ণা মিটতো
চাতকিনী পাখির,
তেমনি তোমায় পেলে আমার
তৃষ্ণা মিটতো আঁখির।

নদী যেমন জোয়ার পেলে
ঢেউ তুলিয়ে হাসে,
তেমনি আমি হাসব তোমার
হাসির সর্বনাশে!

তোমায় আমি আপন করে
পেয়ে যাবো যখন,
রুপকথার ঐ গল্পের মতো
বদলে যাবে জীবন।

থাকবে না আর একাকীত্ব
থাকবে না যন্ত্রণা,
দুঃখগুলো উল্টো আমায়-
দিতো সুখ-মন্ত্রণা।

তোমায় আমি পেয়ে গেলে-
থাকত না আর আক্ষেপ,
দুঃখ আমায় করতো না আর
ডিপ্রেশনে নিক্ষেপ!

তোমায় আমি পেয়ে গেলে : নজির মোড়ল

আপডেট সময় : ০৫:১৩:২৪ পিএম, রবিবার, ৩০ জুন ২০২৪

 

বৃষ্টি পেলে তৃষ্ণা মিটতো
চাতকিনী পাখির,
তেমনি তোমায় পেলে আমার
তৃষ্ণা মিটতো আঁখির।

নদী যেমন জোয়ার পেলে
ঢেউ তুলিয়ে হাসে,
তেমনি আমি হাসব তোমার
হাসির সর্বনাশে!

তোমায় আমি আপন করে
পেয়ে যাবো যখন,
রুপকথার ঐ গল্পের মতো
বদলে যাবে জীবন।

থাকবে না আর একাকীত্ব
থাকবে না যন্ত্রণা,
দুঃখগুলো উল্টো আমায়-
দিতো সুখ-মন্ত্রণা।

তোমায় আমি পেয়ে গেলে-
থাকত না আর আক্ষেপ,
দুঃখ আমায় করতো না আর
ডিপ্রেশনে নিক্ষেপ!